দুই দিনের পিরিতি লিরিক্স (Dui Diner Piriti) is a beautiful song sung by Kazi Shuvo, a notable Bangladeshi singer. Lyric & Tune by AD Akaeid. Music by Rashedul Kayes. Label of the song is Kolergaan Multimedia. Enjoy দুই দিনের পিরিতি লিরিক্স (Dui Diner Piriti) in Bangla and English Font.
Song Credits
- Song : Dui Diner Piriti দুই দিনের পিরিতি
- Singer : Kazi Shuvo কাজী শুভ
- Lyric & Tune : AD Akaeid
- Music : Rashedul Kayes
- D.O.P : Sakhayat Hossain Sakib
- Direction : Rashedul Kayes
- Label : Kolergaan Multimedia কলেরগান মাল্টিমিডিয়া
দুই দিনের পিরিতি লিরিক্স (Dui Diner Piriti) in Bengali Font
দুই দিনের পিরিতি করা
বন্ধু তোমার এই স্বভাব
দুই দিনের পিরিতি করা
বন্ধু তোমার এই স্বভাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
দুই দিনের পিরিতি করা
বন্ধু তোমার এই স্বভাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
ইশারা তে কাছে ডাকো
কাছে গেলে লুকায় থাকো
ইশারা তে কাছে ডাকো
কাছে গেলে লুকায় থাকো
দূরত্ব বজায় রাখো
মুখ ঢাকিয়া লোয় রে ভাব
দূরত্ব বজায় রাখো
মুখ ঢাকিয়া লোয় রে ভাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
যারে তারে আপন করো
আবার বুকে ছুরি মারো
যারে তারে আপন করো
আবার বুকে ছুরি মারো
এক ছাড়িয়া আরেক ধরো
হয় যদিগ একটু লাভ
এক ছাড়িয়া আরেক ধরো
হয় যদিগ একটু লাভ
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
আকাইদে প্রেমের মরা
প্রেমের হাটে পড়ছে খরা
আকাইদে প্রেমের মরা
প্রেমের হাটে পড়ছে খরা
ভেবে ভেবে দিশেহারা
প্রেম পিরিতের মন্দাভাব
ভেবে ভেবে দিশেহারা
প্রেম পিরিতের মন্দাভাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব
জনে জনে তোমার মনে
জায়গা দেওয়ার নাই জবাব