The song “Ajo Khuji Tomay” is sung by Shamiul Shezan. The music for the song is composed by Shamiul Shezan, and the mixing and mastering are also done by Shamiul Shezan. The lyrics of “Ajo Khuji Tomay” in Bengali are written by Shamiul Shezan.

Song Details

  • Song : Ajo Khuji Tomay
  • Vocal : Shamiul Shezan
  • Lyrics And Tune : Shamiul Shezan

Ajo Khuji Tomay Song Lyrics In Bengali

চলে যাচ্ছ যাও তুমি
ধরবোনা আর, বলবো না ফিরে আয়,
জানি ফিরবে না কখনো
বলবেনা আর ভালবাসি তোমায়,
যত কষ্ট হোক তুমি ভেবোনা আর
ডাকবো না তোমায়,
নিজেকে বলে দিয়েছি তুমি ছিলেনা আমার
সবই ছিল অভিনয়।

ওই দূরের পথে এলোমেলো আমাকে
পারবেনা গোছাতে,
ভাঙা কাঁচের মতো ভেঙেছ আমাকে
পারবেনা জোড়াতে।

কি করে বেঁচে রবো আঁধারে আজ
তোমাকে ছাড়া ..

এই মন তোমাকে আজও, ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা,
ওই পথ যা চেনা ছিল, আজ অচেনা হলো
খোঁজে তোমারি ছায়া।
এই মন তোমাকে আজও, ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা,
ওই পথ যা চেনা ছিল, আজ অচেনা হোল
খোঁজে তোমারি ছায়া।।

হো.. হো.. না.. না..

ভুলে যাচ্ছ যাও তুমি রাখবো না আর
মায়া ভরা বেদনা,
জানি সুখ খুঁজে বেড়াও অন্য মানুষে
বুঝলেনা আমায়,
যত অভিমানই করি বোঝেনা এই মন
ভুলে যায় বারে বার,
এই ভালোবাসার মায়া বুঝলেনা তুমি
বুঝলেনা এ আমায়।

ওই দূরের পথে এলোমেলো আমাকে
পারবেনা গোছাতে,
ভাঙ্গা কাঁচের মতো ভেঙ্গেছো আমাকে
পারবেনা জোড়াতে।

কি করে বেঁচে রবো আঁধারে আজ
তোমাকে ছাড়া ..

এই মন তোমাকে আজও, ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝে না,
ওই পথ যা চেনা ছিল, আজ অচেনা হলো
খোঁজে তোমারি ছায়া।
এই মন তোমাকে আজও, ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা,
ওই পথ যা চেনা ছিল, আজ অচেনা হোল
খোঁজে তোমারি ছায়া।।

হো.. হো.. হো..

আজও খুঁজি তোমায় লিরিক্স – সামিউল সেজান

Chole jaccho jao tumi
Dhorbo na aar bolbo na phire aay
Jani firbe na kokhono
Bolbena aar valobashi tomay
Joto kosto hok tumi vebona aar
Dakbo na tomay
Nijeke bole diyechi tumi chilena amar
Sobi chilo obhinoy
Oi durer pothe elomelo amake
Parbena gochate
Vanga kancher moto vengecho amake
Parbena jorate
Ki kore benche robo andhare aaj
Tomake chara
Ei mon tomake aajo valobeshei gelo
Chere jaowa bojhena
Oi poth ja chena chilo aaj ochena holo
Khoje tomari chaya
Bhule jaccho jao tumi rakhbo na aar
maya bhora bedona
Jani sukh khuje berao onno manushe
Bujhlena amay
Joto obhimani kori bojhena ei mon
Bhule jaay bare baar
Ei bhalobashar maya bujhlena tumi
Bujhlena e amay

Leave a Reply