Akasher Oi Tara Gulo Jane Ami Valo Nei Lyrics is a new heartbreaking song by Atif Ahmed Nilo. It is produced by Samsul Official Youtube Channel. Lyrics and Tune by Atif Ahmed Niloy himself. Music composer is Ah Turjo. Download Akasher oi Tara Gulo mp3 song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song – Akaser Oi Tara Gulo
- Singer – Atif Ahmed Niloy
- Lyric & Tune – Atif Ahmed Niloy
- Music & Master – Ah Turjo
- Edit & Color : Prince Samsul
- Label – Samsul Official
Akasher Oi Tara Gulo Jane Ami Valo Nei Lyrics
আকাশের ঐ তারা গুলো, জানে আমি ভালো নেই
সাগর এর ও কুল কিনার আছে,
আমার দুঃখের সীমা নেই
আকাশের ঐ তারা গুলো, জানে আমি ভালো নেই
বাঁচার কোনো ইচ্ছে আর নাই, নিঠুর দুনিয়া তে
আমার মাথায় চুল পরিমান, আয়ু দিও বিধি তাকে
জানি না কেমণ আছিস, আজ কার আঙ্গিনায়
জানি না কেমন আছিস, কার বুকে ঠিকানা
জানি না কেমণ আছিস, আজ কার আঙ্গিনায়
জানি না কেমন আছিস, কার বুকে ঠিকানা
আকাশের ঐ তারা গুলো, জানে আমি ভালো নেই
সুখের আশায় দুঃখ দিলি, সুখ তো দিলি না
ভালোবাসার নামে বন্ধু, তুই করলি ছলনা
জানি না কেমন আছিস, আজ কার আঙ্গিনায়
জানি না কেমন আছিস, কার বুকে ঠিকানা
জানি না কেমন আছিস, আজ কার আঙ্গিনায়
জানি না কেমন আছিস, কার বুকে ঠিকানা
আকাশের ঐ তারা গুলো, জানে আমি ভালো নেই
সাগর এর ও কুল কিনার আছে,
আমার দুঃখের সীমা নেই
আকাশের ঐ তারা গুলো, জানে আমি ভালো নেই