Rupam Islam’s latest Bengali song is called Alor Shohor. Ranajoy Bhattacharjee composed the music. Tamoghna Chatterjee wrote the Bengali lyrics for Alor Shohor, and Srimanta Sengupta directed the song programming arrangements.

Song Credits

Song : Alor Shohor
Singer : Rupam Islam
Music : Ranajoy Bhattacharjee
Lyrics : Tamoghna Chatterjee
Backing vocals : Shaoni Majumdar & Ranajoy Bhattacharjee
Vocals recorded by : Prasenjit Chakraborty
Director : Srimanta Senguptta
Presented by : Pramod films and PSS Entertainments

Alor Shohor Lyrics in Bengali

হাওয়ায় হতাশা ওড়ে
পুড়ে কিছু স্বপ্নের ছাই,
যে আগুন বুকে চাপা
সে আলোয় পথ হেঁটে যাই।
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।
যখন হোঁচট খেয়ে থমকে দাঁড়ায়
চোখ গুলো,
যখন ট্রাফিক জুড়ে থেমে থাকে
ঝড়ো গতি সব,
তখনও তোমার সাথে অগুন্তি রাত
হেঁটে ধূলো,
কারণ জীবন জানে ফিরে আসাটাই
উৎসব ..
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।
স্বপ্ন জ্বালাবো বলে জড়ো করি
সব খড়কুটো,
চাঁদের পাহাড় আছে আঁধারেও
দেখি একফালি,
হাজার স্বপ্ন চোখ রেখে গেছে
খোলা চিরকুটও,
যে হাত দিয়েছে বাধা
কাল তারা দেবে হাততালি ..
এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।

Alor Shohor Song Lyrics In English


Haway hotasha orey
Pure kichu shopner chaai
Je aagun buke chapa
Se aaloy poth hete jai
Ek neel shopner dheu
Jake aaj shunche na keu
Kaal thik khuje nebe
Aalor shohor
Jokhon hochot kheye thomke daray
Chokh gulo
Jokhon traffic jure theme thake
Jhoro goti shob
Tokhono tomar sathe ogunti raat
Hete dhulo
Karon jibon jaane phire ashatai
Utshob

Leave a Reply