Amake Niye Cholona Lyrics is a new melodious song sung by Akhtab Khan. It is presented by G series Music. Akhtab Khan is the music director. Tanzil Hasan is the music director. Label is Agniveena. Download Amake Niye Cholona Lyrics mp3 in Bangla and English Font.

Song Credits

  • Song -: Amake Niye Colona
  • Lyric -: Nahidul Islam Chonjury
  • Singer -: Akhtab Khan
  • Tune & Composition -: Akhtab Khan
  • Music Producer -: Tanzil Hasan
  • Label -: Agniveena

Amake Niye Cholona Lyrics

আমার চোখের কোনে
লেগে থাকো তুমি ঘুম হয়ে,
আবারো তোমায় দেখবো বলে
ছুটে আসি আজ পথ ফুরিয়ে।

আমাকে নিয়ে চলোনা
তোমারি মনের দুনিয়ায়
কেন আজ দুটো পথ
দু দিকে বেঁকে।

তোমারি না বলা কথা
আমাকে তবু রাখোনা
কেন মন পরে থাকে আজও তোমাতে।

আজও অকারণে তোমায়
চেয়েছে এই দিন
কাটে পুরোনো অঙ্গীকারে।

হয়তো বলিনি তুমি আজ আমার প্রার্থনা
তবুও থেকে যাও আমার অনুরণে

তোমারো হাজার বারণ
জোর করে করি পালন
আজ নিজেকে বলে।

তোমারো চোখের ভাষা
বসে আছি শত আসায়
আজও তোমাকে ভেবে

কেন আজও তোমায় ভেবে
থাকে যেন দিন গুলো থেমে

আবারো তোমায় পাবো বলে
ফিরে আসি আজও ভুল করে
আমাকে মনে করোনা
তোমারি স্মৃতির আঙিনায়
কেন আজ আমায় তুমি থাকো ভুলে।

আমাকে তবু বলোনা
তোমার ওই মনের ইশারায়
কেন তুমি রয়ে যাও আমার খেয়ালে।

Leave a Reply