Amar Moner Ghore Te Rekhechi Jare Lyrics- Enjoy Amar Moner Ghore Te Rekhechi Jare Islamic Gojol in Bangla fornt. The song is quite melodious, hence, you will like it for sure. Enjoy and share it with friends and family.
আমার মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স
আমার মনের ঘরেতে রেখেছি যারে-১
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে-১
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম
ওই মদিনায় দেখার লাগি উড়ে যেতাম-১
হৃদয় জুরে দেখতাম আমি, নয়ন ও ভরে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে-১
সাফায়াতের বিচারেতে,সাফায়াতের বিচারেতে দেখা দিও রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে-১
আমার মনের ঘরেতে রেখেছি যারে-১
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১