Ami Achi song lyrics is sung by Arijit Singh. Ami Achi song is from the movie Khaad. Music composed by Indraadip Dasgupta. Lyrics are written by Srijato. Ami Achi Khad Lyrics. Ami Achi Lyrics By Arijit Singh. Ami Achi song lyrics. Ami Achi Lyrics Arijit Singh.
Song Credits
Song: Ami Achi
Movie: Khaad
Singer: Arijit Singh
Music: Indraadip Dasgupta
Lyrics: Srijato
Cast: Kamaleswar Mukherjee, Tanusree Chakraborty, Mimi Chakraborty, Saheb Bhattacharjee, Rudranil Ghosh, Pallavi Chatterjee, Tridha Chowdhury, Gargi Roy Choudhury
Ami Achi Song Lyrics in Bengali
আমি আছি গতকালে
আমি আছি আগামিতে
যেমন এখন আমি আছি
আমি আছি
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো
আমি আছি
ও বাতাসের জন্যে হয়তো অরণ্যে
গাছের শরীরে পাতায় পাতায়
আমি আছি
হয়তো আষাঢ় মাসে
নরম হাতের পাশে
একলা ছাতায় আমি আছি
আমি আছি আগামিতে
যেমন এখন আমি আছি
সময়ের মন নেই
তবু মন কেমন করে
নিজেকে অচেনা লাগে
সমুদ্র স্নানের পরে
ও আবার সকাল হলে
বসো তুমি রোদের ছায়ায়
যা নেই তাও থাকে
আসলে কি কিছু বদলায়, বদলায়
আমি আছি
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো
আমি আছি
Ami Achi Song Lyrics in English
Ami achi gotokale
Ami achi agamite
Jemon ekhon ami achi
Ami achi
Tumi angul chhuye dekho
Ami achi
O bataser jonnye hoyto oronnye
Gacher shorire paatay paatay
Ami achi