Ami Dekhini Tomay Cokher Taray Gojol Lyrics by Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others.

Song Credits

  • Title: Ami Dekhini Tomay
  • Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others
  • Lyric: Jafar Ahmad Rabi
  • Tune: Sayed Ahamd
  • Music Direction: Muhammad Badruzzaman
  • Sound Design: Joynul Abedin Ekatto
  • Recordist: Mahfuzul Alam
  • Record Label: Holy Tune Studio

Ami Dekhini Tomay Cokher Taray Gojol Lyrics

আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি …..৩

মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি….৩

ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..
পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য…..
ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..
পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য…..

শত জ্বালা তো শোয়েছো তুমি… সেই কাহিনি শুনে কেদেছি৩

উমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি….২

দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত….
চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….
দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত….
চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….

তোমার পায়ের পথের ধুলি… এই চোখের সুরমা দিয়েছি…..৩

উমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম

মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি…৩

আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি ৪

Leave a Reply