Ami Eka Pakhi Lyrics, sung & music by F A Sumon. The song lyrics in Bengali were written by Shohag Waziullah. New Bengali Song 2021. See Ami Eka Pakhi Lyrics

Song Credits

Song: Ami Eka Pakhi
Singer: F A Sumon
Lyric: Shohag Waziullah
Music: F A Sumon
Label: F A Sumon Official

Ami Eka Pakhi Lyrics In Bengali


কি প্রেমে বাঁধলিরে তুই
কি প্রেমে বাঁধলি এ মন
তোকে ছাড়া একা একা
মন মরা মন এখন
ভাঙ্গা ভাঙ্গা কাঁচ
হয়ে প্রেম আজ
করেছে নির্শ্ব জীবন

এই প্রেমের গল্প এত বেশি অল্প
কি দেব আমি তার নাম
জল ভরা আঁখি আমি একা পাখি
শূন্যে যে উরলাম (২বার)

কি প্রেমে বাঁধলিরে তুই
কি প্রেমে বাঁধলি এ মন
তোকে ছাড়া একা একা
মন মরা মন এখন

প্রেমের প্রদীপ যাই না নিভে
জলে মন ঘরে
তোরই নামে ভালোবাসা
মম হয়ে পোড়ে
গুনি স্বপ্ন যার পুড়া এ কপাল
না পেয়ে তোকে হারালাম

এই প্রেমের গল্প এত বেশি অল্প
কি দেব আমি তার নাম
জল ভরা আঁখি আমি একা পাখি
শূন্যে যে উরলাম
কি প্রেমে বাঁধলিরে তুই
কি প্রেমে বাঁধলি এ মন

মনের পাড়ায় উরে বেরাই
প্রেম পোকারো জীব
বেঁচে থাকা প্রার্থনাতে
তাই তোকে খুজি
ছিল আমার ভুল
ছিরতে প্রেমের ফুল
ছিরেছে ব্যথার গোলাপ

এই প্রেমের গল্প এত বেশি অল্প
কি দেব আমি তার নাম
জল ভরা আঁখি আমি একা পাখি
শূন্যে যে উরলাম

কি প্রেমে বাঁধলিরে তুই
কি প্রেমে বাঁধলি এ মন
তোকে ছাড়া একা একা
মন মরা মন এখন
ভাঙ্গা ভাঙ্গা কাঁচ
হয়ে প্রেম আজ
করেছে নির্শ্ব জীবন

এই প্রেমের গল্প এত বেশি অল্প
কি দেব আমি তার নাম
জল ভরা আঁখি আমি একা পাখি
শূন্যে যে উরলাম (২ বার)

কি প্রেমে বাঁধলিরে তুই
কি প্রেমে বাঁধলি এ মন
তোকে ছাড়া একা একা
মন মরা মন এখন

Leave a Reply