Ami Tomar Kache Jabo Song Lyrics Is Sung by Minar Rahman. It is a new Bengali Song starring Minar, Syeda Mehnaj Tarannum And Prantar Dastider. Song Lyrics In Bengali Written by Minar Rahman. Download Ami Tomar Kache Jabo mp3 song lyrics in Bangla and English font.
Song Credits
- Song : Ami Tomar Kache Jabo
- Vocal : Minar Rahman
- Lyrics, Tune Composition : Minar Rahman
- Music arrangement : Rezwan Sheikh
- Director : Mir Shariful Karim Srabon
- Record Label : Gaanchill Music
Ami Tomar Kache Jabo Song Lyrics In Bengali
Enjoy the Lyrics in Bengali Font
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ বুঝতেও পারবেনা ..
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ জানতেও পারবেনা।
ওই আকাশের কতটা তারও দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে?
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না।
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না।
সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা,
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না।
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো ও ও..
আমি তোমার কাছে যাবো লিরিক্স – মিনার রহমান
Ami tomar kache jabo
Keu janteo parbena
Ami tomar pashe robo
Keu bujhteo parbena
Ami nijeke hariye kothay paliye
AMi tomar kache jabo
Keu bujhteo parbe na