Amra Shammer Bissho Chai Lyrics song is by Tabib Mahmud and Gullyboy Rana. Amra Sammer Bisso Chai Sobar Jonno sikkha chai lyrics in bengali is written by Tabib Mahmud himself. Download Amra Shammer Bissho Chai mp3 song Lyrics in Bengali and English Font.

Song Credits

  • Artist: Tabib Mahmud and Rana
  • Lyrics: Tabib Mahmud
  • Music: LMG Beat
  • Cinematorgrapher: Raihan Uddin
  • Assistant Director: Ahsan Khandakar, Masum Billah
  • Creative Director: Hojayfa Mojib
  • Director: Tabib Mahmud

Amra Shammer Bissho Chai Lyrics

জীবনটা নয় টম ইদুরের খেলা
এই কথা বুঝাতেই গল্পটা বলা
দেখেছে যেখানে যারা নিস্পাপ কিছু
হোক তারা ভিনদেশী রোহিঙ্গা শিশু
যেহেতু এ জীবনটা স্রষ্টার দান
বিদ্যার চোখে তাই সবাই সমান
রক্তের লাল রঙে এক সংকেত
মানুষের মাঝে নাই বাদ বিচ্ছেদ

আজকের সব শিশু শিক্ষার আলো পেলে
আগামির পৃথিবীর ঝলমলে রুপ
অনথ্যা ভুল হবে অন্যায় বেড়ে যাবে
পাপীদের দাবানলে রবে নিশ্চুপ
শিশুদের গড়ে তুলো ভেদাভেদ ভুলে যাও
বুকে টেনে ভালোবেসে মমতা শিক্ষা দাও
কিছুদিন পর তবে দেখবে সোনালী মুখ
মানুষের হাসি দেখে প্রকৃতি ঘুচাবে দুখ

আমরা সাম্যের বিশ্ব চাই
সবার জন্য শিক্ষা চাই
এই অধিকার তোমার আমার
পৃথিবীতে আজ কেনো মানবতা মার খায়?
নিজ দেশ থেকে ওরা রোহিঙ্গা বিতাড়িত
বাংলার কোলে এসে মাথা গুজে নিলো ঠাই
জীবনের গতিপথে মানুষেরা পরাজিত
ছোটো ছোটো শিশুরা ঘরহারা দিকহিন
বেড়ে উঠে শৈশবে বিদ্যার ছোয়া কই?
এটাইতো অবিচার পায় না সে অধিকার
মানুষের মাঝে আজ সাম্যের সুর কই?

রোহিঙ্গা শিশু যদি শিক্ষা না পায় তবে
অপরাধে জড়াবে সারাদেশে ছড়াবে
আমাদের উন্নতি গতিপথ হারাবে
এই ক্ষতি বাংলাকে বহুদিন ভুগাবে
শোনো হে মিয়ানমার সাম্যের ডাক শুনে
সন্তানদের বুকে ফিরিয়ে নাও
তদ্দিন ছোটো ছোটো শিশুদের কাছে টেনে
শান্তির কথাগুলো শিক্ষা দাও
আমরা সাম্যের বিশ্ব চাই
সবার জন্য শিক্ষা চাই
এই অধিকারতোমার আমার

আমরা সাম্যের বিশ্ব চাই লিরিক্স

Life is not a game of Tom and Jerry
That’s the reason we have this story
Whoever wherever has seen innocence
They can be the Rohingya children from another land
Since life is gifted by the creator
Everyone is equal in the eyes of education
The red blood is one and the same
Humans are not different from one another
If all children today are enlightened with education
The future of the world will be bright
Otherwise, it will be a mistake, injustice will increase
They will be silenced by the rage of the sinners

Leave a Reply