Song Credit

  • Title : Antal Mawla
  • Singer : Abu Rayhan
  • Lyric : Tareq Al Mahdi
  • Tune : H Ahmed
  • Sound Design : Tanjim Reza
  • Record Label : Tarana
  • GFX: Saad Al Amin
  • Story & Direction: H Al Haadi

Antal Mawla Lyrics in Bengali

আ…………… আ……………. – ২
হৃদয়ের ডালে ডালে পাপের বাসা
আবিলতা ঘেরা চারপাশ,
নফসের রোগব্যাধি ভয়াল রূপে
করে যায় আঁধারের চাষ – ২

গুনাহর ক্ষত যত করে দাও সাফ
রাঙাও এ হৃদয়ের তীর….

আনতাল মাওলা আনতাল বাছির
নি’মাল মাওলা———নি’মান নাছির – ২
গুনাহের বোঝা বয়ে চলি দিনরাত
চাই প্রভু তব হিদায়াত,
তুমি ছাড়া কে দেখাবে সরল সিরাত
নূর মাখা সোনালি প্রভাত।

Not: এই কলিটা গজলের মধে নাই

(খুঁজে পাই হে প্রভু মহীমা তোমার
আকাশের বিশালতায়!
করতে শোকর সেই অশেষ নিয়ামার
সিজদাতে অবনত শির….)

নসীব করো মোরে শীতল আবাস
অসীম প্রেমের ছায়ানীড়….
আনতাল মাওলা আনতাল বাছির
নি’মাল মাওলা———নি’মান নাছির – ২

তোমার কৃপায় বাঁচি ফিরে পাই প্রাণ
ঘুরিফিরি নিখিল এ ধরায়
খুঁজে পাই হে প্রভু মহীমা তোমার
আকাশের বিশালতায়!
করতে শোকর সেই অশেষ নিয়ামার
সিজদাতে অবনত শির….

আনতাল মাওলা আনতাল বাছির
নি’মাল মাওলা———নি’মান নাছির – ২

আনতাল মাওলা আনতাল বাছির
নি’মাল মাওলা———নি’মান নাছির

Leave a Reply