Ashmani Paloke Lyris is a Bengali love song dedicated to Durga Puja. It was performed by Rupak Tiary and Biyas Sarkar, both of whom are extremely skilled. Sreetama Baidya, Binoy Bhattacharjee, Srimayee Chatterjee, and Tapan Pal feature in the song. Aviman Paul wrote the Bengali lyrics for the song. Rupak Tiary did the song programming, mixing, and mastering.

Song Information

Song : Ashmani Paloke
Vocal : Biyas Sarkar & Rupak Tiary
Lyrics : Aviman Paul
Tune : Rupak Tiary
Direction : SD Dey
DOP : Aditya Paul & Sayan Sarkar
Post Production : Aditya Paul

Asmani Paloke Lyrics In Bengali

আশমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।

অচেনা সন্ধ্যে হাওয়াতে
লুকোচুরি এই অবেলায়,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।

হুম.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।

ও.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।

রাতজাগা তুলিতে
আমায় ছুঁয়ে জলছবি মায়াতে,
যায় রঙ ধুয়ে বেহিসেবী তারে
কেন যে বেঁধে দিলে মন।

সাজানো পাতাবাহারী
বোঝেনা যে আমি তারই,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।

ও.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।

হুম.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।

Ashmani Paloke Lyrics in English

Ashmani paloke
Rakhi taake benami noloke
Taar naam likhe chokheri bhashate
Keno se chuye dilo mon
Ochena sonddhe hawate
Lukochuri ei obelay
Kichu sahosi chirkute
Icchera roj dotanay
Bolbe ki raatjaga
Kolaje shopno haray
Raatjaga tulite
Amay chuye jolchobi mayate
Jaay rong dhuye behishebi taare
Keno je bedhe dilo mon
Sajano patabahari
Bojhena je ami taari
Kichu sahosi chirkute
Icchera rooj dotanay

Leave a Reply