Aye Dekhe Jaa Lyrics (আয় দেখে যা) Is a perfect melodious song Sung by Arijit Singh. The song is from Love Aaj Kal Porshu Bengali Movie. The film is Starring notable actors Arjun Chakraborty, Madhumita Sarkar, Paoli Dam And others. Music of the song is Composed by Arindom. Aye Dekhe Ja Lyrics is Written by Prasen. Let’s enjoy Aye Dekhe Jaa Lyrics (আয় দেখে যা) in English and Bengali font.

Song Credits

  • Song : Shune Ne
  • Movie : Love Aaj Kal Porshu
  • Singer : Arijit Singh
  • Music : Arindom
  • Lyrics : Prasen
  • Direction : Pratim D Gupta
  • Cinematographer : Subhankar Bhar
  • Presenters : Shrikant Mohta & Mahendra Soni
  • Producer : SVF Entertainment

Aye Dekhe Jaa Song Lyrics In Bengali Font

আজকের সাদা গুলো কালো কাল
কালকের কালো গুলো পরশু ছাই,
আজকের ভালো গুলো সব উধাও
কালকের দিনগুলোয় ফিরতে চাই।

ধাঁধার মত জটিল জীবন
বোঝাতে কি চায়,
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায়..
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।

বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
দু’হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।

ভাবছি বসে কোন সে দোষে
কোথায় হলো ভুল,
কাঁদতে মানা যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল।
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।


Aye Dekhe Jaa Lyrics (আয় দেখে যা) in English Font


Aajker sada gulo kalo kaal
Kalker kalo gulo porshu chaaai
Aajker valo gulo sob udhao
Kalker dinguloy felte chai
Aay dekhe jaa arale lukono otit
Aay dekhe ja okale more geche din
Urte chaowa je mana
venge geche du daana
Aye dekhe ja dewale theke geche pith

Latest Song Lyrics

Leave a Reply