Aye Phire Aye (আয় ফিরে আয়) Lyrics is from Jio Jamai. Singers are Palak Muchhal & Rayan Roy. Music By Dev Sen. Casts of the film is Hiran & Ishani Ghosh. Enjoy Aye Phire Aye (আয় ফিরে আয়) Lyrics in Bengali Font.
Song Credits
- Movie: Jio Jamai
- Singers: Palak Muchhal & Rayan Roy
- Music: Dev Sen
- Lyrics: Rivo
- Arranger/Programmer: Dev Sen
- Cast: Hiran & Ishani Ghosh
- Production House: Jyoti Production, Kolkata
- Producer: Joydeb Mondal
- Director: Nehal Dutta
Full Video Song: Aye Phire Aye (আয় ফিরে আয়)
Aye Phire Aye (আয় ফিরে আয়) Lyrics in Bengali Font
বোঝেনা আজ এ মন , এ কেমন জ্বালাতন
এই ভিড়েও কেনো তোমায় খোঁজে
আজ লাগে খুব একা, পাইনা তোমার দেখা
এ দু চোখ যাচ্ছে শুধুই ভিজে
বুঝি বোধ হয় সব অভিনয়
এ প্রেম শুধু আমায় কাদায়
আয় ফিরে আয় আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
আয় ফিরে আয় আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়।
চুপি চুপি এ মন খুঁজেছে সারাক্ষণ
তোমার নাম এর কবিতা
হাত ছুয়েছে বল, একটু ঘুম জড়ানো
দিচ্ছে সারা আজ আমায়।
পেলাম আবার এমন করে
দিল সারা মনের কোণে
আমি আছি আমি আছি
তোমার মনের কাছ কাছি
আমি আছি আমি আছি
তোমার মনের কাছ কাছি
বলেছি বার বার তুমি সুধু আমার
পারবো না তোমায় ছাড়া।।
হেঁটেছি পায়ে পায়, দু চোখের ইশারায়
আমাকে দেয় পাহারা
এসো ফিরে এমন করে
তুমি আমি আর কেউ তহ নেই
আয় ফিরে আয় আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
আয় ফিরে আয় আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
Aye Phire Aye (আয় ফিরে আয়) লিরিক্স
Bojhena aj e mon, e kemon jalaton
Ei Vireo keno tomay khoje
aj lage khub eka, paina tomar dekha
E du chokh jacche sudhui vije
Bujhi Bodh Hoy sob Ovinoy
E prem sudhu amay kaday
aye phire aye, ay phire ay
Ghum ase na chokher patay
aye phire aye, ay phire ay
Ghum ase na chokher patay