Ayna Fire Song Lyrics (আয়না ফিরে) is by Stromz Vai. The lyrics of the song is written by Stormz Vai himself. The producer of the song is Stormz Vai. This is a heartbreaking Bangladeshi sad song. Download Ayna Fire mp3 Song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song – Ayna Fire Song (আয়না ফিরে)
  • Singer – Stromz Vai
  • Lyrics Tune – Stromz Vai
  • Mixing – Stromz Vai
  • Produced By – Stromz Vai

Ayna Fire Song Lyrics Bengali

সে হয়েছে আজ বড় অচেনা তারে দেখালো
এখন চেনা যায় না, সে মেনে নিয়েছে নতুন
ঠিকানা সে বুঝে না মনের বেদনা ।

ভেঙ্গে গেল স্বপ্ন আমার ভেঙ্গে গেল মন
এখন স্বপ্ন ভাঙ্গার গল্প লিখি ভেবে প্রিয় জন ।

ভেঙ্গে গেল স্বপ্ন আমার ভেঙ্গে গেল মন
এখন স্বপ্ন ভাঙ্গার গল্প লিখি ভেবে প্রিয় জন ।

ওরে আয়না ফিরে মনের গভীরে তোরে
রাখিবো খুবই আদরে, তোরে কিছু কথা
ছিল বলার তা তো বলা হয়নি আমার ।

চলে গেলে আমায় ছেড়ে কত যে দূরে
হো সব আমার ভেঙ্গে দিলে ছোট্ট একটি অভিমানে ।

কেন তুমি করলে এমন কিসের কারণে
তোরে কিছু কথা ছিল বলার তা তো বলা হয়নি আমার ।

চলে গেলে আমায় ছেড়ে কত যে দূরে
হো সব আমার ভেঙ্গে দিলে ছোট্ট একটি অভিমানে ।

আমার একা ঘরে থাকা ভালো আর
লাগে না, তোমারে ছাড়া এ মন ঘরেতে বসে না ।

তুমি যদি আবার আসিতে ফিরে ওগো
তোমারে নিয়ে গল্প লিখতাম যে আমি কত ।

ওরে আয়না ফিরে মনের গভীরে
তোরে রাখিবো খুবই আদরে ।

Leave a Reply