Behula Song Lyrics Is Sung by Shunno Bangla Band. Song Lyrics of this masterpiece In Bengali Written by Tanvir Chowdhury. Love Story of Behula and Her Husband Lakhindar, Behula Is Regarded As The Epitome Of A Loving and Loyal Wife In The Bengali. Download Behula mp Song Lyrics in Bangla and
Song Credits
Song : Behula
Tune & Composition : Shunno
Vocal : Emil
Bass : Michael
Drums : Labib
Guitar : Ishmam
Lyrics : Tanvir Chowdhury
Produced by : Shaker Raza
Behula Song Lyrics In Bengali
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
বেহুলা লিরিক্স – শূন্য ব্যান্ড
Bhaggo amay chobol mare
Rokte bisher jwala
Tumi amar andhar raate
Eksho tarar mala
Tomar amar ei kahini
Hajar bochor dhore
Bhalobashar gaan shonabo
Prachin kono sure
O behula ami morle amar niye
Bhasaiyo bhela