Bhalobashi Bole Dao Lyrics- The melody named “Bhalobashi Bole Dao” was performed by Arif Ur Rahman Jony. Piran Khan has developed the musical arrangement, while Ziaul Faruq Apurba and Tanjin Tisha have taken up the lead roles. Arif Ur Rahman Jony has composed the lyrics in Bengali for “Bhalobashi Bole Dao.” Anowar Hossain Ador, the original writer for Sondhi Song lyrics, is the writer of the lyrics and the untold Love Story Bangla Natok is directed by Probir Roy Chowdhury.

Song Details

  • Song : Bhalobashi Bole Dao | Sondhi
  • Singer : Arif Ur Rahman Jony
  • Lyrics : Arif Ur Rahman Jony
  • Original Song Lyrics : Anowar Hossain Ador
  • Music Director : Piran Khan
  • Label : Cd Choice

Bhalobashi Bole Dao Song Lyrics

হতে পারে রুপকথার এক দেশে
রাতের আকাশের এক ফালি চাঁদ,
তোমার আমার চিরকাল।
তুমি আমি হাতে রেখে হাত
ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল,
দেখতে পারো কিছু আদুরে সকাল।

হতে পারে এ পথের শুরু
নিয়ে যাবে আমাদের অজানায়,
তুমি আমি আমাদের পৃথিবী
সাজিয়ে নিবো ভালোবাসায়।

ভালোবাসি বলে দাও আমায়
বলে দাও হ্যাঁ সব কবুল,
তুমি শুধু আমারই হবে
যদি করো মিষ্টি এ ভুল।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙুলে আঙুল,
ভালোবাসা বাড়াতে আরও
হৃদয় ভীষণ ব্যাকুল।

প্রতিদিন কি জানি কি হয়ে যায়
শুধু তোমার কল্পনায়,
ডুবে থাকা, আমায় ভালো লাগায়
ভালোলাগার স্বপ্ন বোনায়।

কখনো হারাবে না তুমি
চোখে চোখ রেখে কথা দাও,
থাকবে কাছে ছায়ার মত
ছেড়ে যাবেনা কোথাও।

হতে পারে তোমার একটু চাওয়ায়
এনে দেবো শুকতারা কুড়িয়ে,
স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে
পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে।

ভালোবাসি বলে দাও আমায়
বলে দাও হ্যাঁ সব কবুল,
তুমি শুধু আমারই হবে
যদি করো মিষ্টি এ ভুল।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙুলে আঙুল,
ভালোবাসা বাড়াতে আরও
হৃদয় ভীষণ ব্যাকুল।

Sondhi Song Original Version


হতে পারে এই সহজ সুন্দর দিন
থাকবে লেখা বহুদিন,
তুমি আমি হবো বিলীন
কল্পনায় ছড়িয়ে যায়।
হতে পারে এ পথের শুরু
নিয়ে যাবে আজ অজানায়,
স্মৃতি হয়ে রবে ভীষণ
হৃদয়েরই ঠিকানায়।

ভালোবাসি বলে দাও লিরিক্স – আরিফ উর রহমান জনি


Hote paare rupkothar ek deshe
Raater akasher ekfali chand
Tomar amar chirokal
Tumi ami haate rekhe haat
Chuye diye angule angul
Dekhte paro kichu adure sokal
Hote pare e pother shuru
Niye jabe amader ojanay
Tumi ami amader prithibi
Sajiye niye valobashay
Valobashi bole dao amay
Bole dao ha sob kobul
Tumi sudhu amari hobe
Jodi koro misti e bhul
Haate haat rakhte paro
Sondhi angule angul
Valobasha barate aaro
Hridoy vishon byakul
Protidin ki jani ki hoye jaay
Shudhu tomar kolponay
Dube thaka amay valo lagay
Valolagar shopno bonay
Kokhono harabe na tumi
Chokhe chokh rekhe kotha dao
Thakbe kache chayar moto
Chere jabena kothao
Hote pare tomar ektu chaoway
Ene debo shuktara kuriye
Shopno ankbo chondro diye
Purnimate tomay buke joriye

Leave a Reply