Bhalobeshe Bhul Korechi Lyrics (ভালোবেসে ভুল করেছি) is a Brand new song sung by Keshab Dey, a talented singer from India. It is the remake version of original song of Dil de Diya Hay. Lyrics od the song is written by Badal. Download Bhalobeshe Bhul Korechi mp3 song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song – Bhalobeshe Bhul Korechi
- Singer – Keshab Dey
- Original SOng – Dil De DIya
- Lyrics – Badal
- Tune – Anand Raj Anand
- Re Arrangement – Tapas Roy
- DOP – Shampad
- Edit – Mimo
- intro & Thumbnail – Biplab Tubai
- Primary Thumbnail – Antor Hassan
Bhalobeshe Bhul Korechi Lyrics Bengali
আমার কাছে তুই ছাড়া ছিল না
আর কোনো কিছুই এতো দামি
অকারণে তোকে ভালোবেসে আছি
এ অচেনা পথে আজ আমি
আমার ওই ভাবে নিজেকে হারিয়ে
ছুঁটে যেতে চাই তোর দিকে পা বাড়িয়ে
বাধা না মেনেও সব টুকু জেনেও
ভালো বেশে ভুল করেছি
ও বাধা না মেনেও সব টুকু জেনেও
ভালো বেশে ভুল করেছি
ও স্বপ্নে আমি আজো তোকে রেখেছি
বাধা না মেনেও সব টুকু জেনেও
ভালো বেশে ভুল করেছি
স্মৃতিরা আজো খুঁজে ফেরে তোমায়
থেমে আসা গলির আঁকে বাঁকে
সাজিয়ে রাখা দিন গুলো আমাদের
আজও তোমায় ভেবে ভালো থাকি
পাশে আছো তুমি, তবু ছোয়া বারণ
কেন দূরে থাকা জানি না কি কারণ
মন তোর কাছে আজো পরে আছে
জানি না সে ফিরবে কবে
ও মন তোর কাছে আজো পরে আছে
জানি না সে ফিরবে কবে
ও তোর স্মৃতি ছায়ায় ঘিরেছে জীবন
দিল দে দিয়া haay যান তুম্হে দেঙ্গে
দাগ নেহি করেঙ্গে সানাম
ও দিল দে দিয়া haay যান তুম্হে দেঙ্গে
দাগ নেহি করেঙ্গে সানাম