Bhalobeshe Chole Jeyo Na Lyrics (ভালোবেসে চলে যেও না) is a song sung by Noble Man. Bhalobeshe Chole Jeyo Na Bhalobeshe Chole Jete Nei Lyrics in Bengali is written by Lucky Akhand. Main singer of the song is James. Download Bhalobeshe Chole Jeyo Na mp3 song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song : Bhalobeshe Chole Jeyo Na
- Lyrics & Tune : Lucky Akhand
- Main Singer : James
Bhalobeshe Chole Jeyo Na Lyrics
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পারি, পুরোটা সাগর
ঢেউ এ ঢেউ এ গোধূলিতে, সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
সবুজের কাছে সমঝোতা ছিঁড়ে এসেছিলো ঝড়
শাখা প্রশাখার সাথে ঝড়ে গেছে অবুঝ পাতা
তবু শেকড়ের মায়া জালে রয়ে গেছে সে রয়ে গেছে সে
সূর্যের আদোরে ব্যথা গুলো
সূর্যের আদোরে ব্যথা গুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
সেই বয়ে যাওয়া সাগরে ঝড়ে যাওয়া সবুজের প্রেম ছুঁয়ে
পাখিদের ডানায় ভেসে ফিরে আসো ফিরে আসো
যেখানে তোমার আমি সেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পারি, পুরোটা সাগর
ঢেউ এ ঢেউ এ গোধূলিতে, সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই ণেই
মুছে গেছে আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই