Bhoy Korona Lyrics (ভয় কোরোনা) is sung by Keshab Dey. Corona k voy koro na lyrics in Bengali is written by Badal Paul. Music composer is Keshab Dey (Original Song Oh Ki Lagche). Download Korona Ke Bhoy Korona mp3 song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song – Bhoy Korona
- Singer – Keshab Dey
- Lyrics – Badal Paul
- Music – Keshab Dey ( Original Song Oh Ki Lagche )
- Arrangements – Anindya Biswas
- Mix & Mastering – Tapas Roy @TRproduction
- Vox Dub – Banti @Studioseven
Bhoy Korona Song Lyrics in Bengali
সারাদিন ঘরে থেকো নিজেকে বাঁচিয়ে রেখো
করোনা কে হালকা নিও না
লকডাউন টা মেনে চলো দেখো আবার কেউ যেনো
বাড়ি থেকে বেরিয়ে যেও না
হেয় সারাদিন ঘরে থেকো নিজেকে বাঁচিয়ে রেখো
করোনা কে হালকা নিও না
লকডাউন টা মেনে চলো, দেখো আবার কেউ যেনো
বাড়ি থেকে বেরিয়ে যেও না।
মাস্ক টা পড়ে চলো, দলবল এড়িয়ে চলো
শিক্ষিত সাধু পুরুষ এ ভুল করো না
না করোনা, ভয় কোরো না সবাই লরি চলনা
এবার হারবে করোনা
মহামারী চারি দিকে, মরছে কত মানুষ
সচেতন হয়ে যাও না
এক হোয়ে লড়তে হবে নতুন পথের আশায়
ভয় পেয়ে পিছু হাটবো না
অনুদান সবাই পাবেন, এ আঁধার ঘুচিয়ে যাবে
অযথা গুজব শুনে কেউ ভয় কোরো না
না কোরো না ভয় কোরো না
সবাই লরি চলনা, এবার হারবে করোনা
আসে পাশের দেশ গুলোয় একটু নজর দিয়ো
পরিস্থিতি দেখার মত না, তোমরা যে সব বেহিসেবী
ঘুরছো এদিক ওদিক, এর পরে রেহাই পাবে না
একটু ধর্যো ধরো, আসবে বাধা অনেক
তবুও ফিরে পাবো নতুন অভিষেক
না কোরো না ভয় কোরো না
সবাই লরি চলনা, এবার হারবে করোনা
না কোরো না ভয় কোরো না
সবাই লরি চলনা, এবার হারবে করোনা।