Bhul Kore Premik Na Hoy Bhabo Lyrics – Rupak Tiary’s mesmerizing vocals bring to life the heartfelt lyrics and composition of Jhonti Chakraborty, beautifully arranged and produced by Debdeep Banik. The captivating sound is enriched by the guitar play of Debdeep Banik and Arindam Sarkar, the rhythmic percussions of Chakropani Dev, and the enchanting flute played by Swarup Mukherjee II. Saptadwipa Bhattacharjee’s backing vocals add a rich depth to the moving composition. The sensational sound was expertly recorded at ORB Creation, enhancing the clarity of the music and bringing out its emotional essence.

Song Credits

  • Vocals: Rupak Tiary
  • Lyrics & Composition: Jhonti Chakraborty
  • Music arrangement and production: Debdeep Banik
  • Guitars : Debdeep Banik & Arindam Sarkar
  • Rhythm percussions : Chakropani Dev
  • Flute : Swarup Mukherjee II
  • Backing vocal : Saptadwipa Bhattacharjee
  • Recorded at ORB Creation

Bhul Kore Premik Na Hoy Bhabo Lyrics

যাও, ভুলে যাও
সেই আলগা চোখে প্রেম বোঝানোর মানে
পাও, যদি সুখ পাও
সত্যি গুলো ঢেকে অভিমানে

ইচ্ছে হলে বায়না ধোরে
সোহাগ চোখে কান্না কোরো
আগের মতোই আগলে তবু রাখ

নালিশ ভরা ঘুমের ঘোরে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাব

আবেগে লুকোচুরি, আডালে মন ভারি
তোমারই কাছে এসে (২)
প্রেমেরই কথা হোক, বাকি অদরকারি
তোমায় ভালোবেসে (২)

বারে বারে ভুল বুঝেছি
তোমার চোখের ভাষায়
যা আমি নই, তাই হতে চাই
প্রেমিক হবার আশায়

Leave a Reply