Bishorjon Song Lyrics (বিসর্জন) is a song from the movie Sanjhbati. The lyrics of the song and the music was composed by Anupam Roy. Shaan, a popular name in the music industry, sung this song. The film is acted by Dev, Paoli Dam, Soumitra Chatterjee and many others. So, without any further delay, let’s enjoy Bishorjon Song Lyrics.
Song Credits
- Song Name: Bishorjon
- Movie Name: Sanjhbati
- Singer: Shaan
- Music & Lyrics: Anupam Roy
- Director: Leena Gangopadhyay & Saibal Banerjee
- Production House: Bengal Talkies
- Music On: Zee Music Company
Bishorjon Song Lyrics (বিসর্জন) in Bengali
কে আমায় ডাক দিলি রে ঘুমের ঘোরে
ঢাকের ঐ বাদ্যি বাজে গলির মোড়ে ।
তোকে আজ লাগছে ভালো বিশেষ করে
আয় চলে আয় দু’হাত তুলে,
নাচতে যাবো আয় আয় ।
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা…
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা… রে দিদি… রে দাদু
ভাসানের ম্যাজিক জানি ছুমন্তর ।
তোর সাথে যাবো আমি তেপান্তর ।
ঐ দেখ সিন্দুর রাঙা আকাশে,
দেখা যায় মায়ের হাসিমুখ ভাসে ।
কেউ আজ থাকবে না ভাই একলা ঘরে ।
ঢাকের ঐ বাদ্যি বাজে মনের ভিতরে ।
আয় চলে আয় দু’হাত তুলে,
নাচতে যাবো আয় আয় ।
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা…
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা… রে দিদি… রে দাদু
কাশবন দুলছে দেখো আনন্দে ।
আমরাও মেতেছি সেই ছন্দে ।
ঢ্যাংকুর ঢ্যাংকুরাকুর আওয়াজে,
মন আর লাগছে না কোনো কাজে ।
কেউ আজ থাকবে না ভাই একলা ঘরে ।
তোকে আজ লাগছে ভালো বিশেষ করে ।
আয় চলে আয় দু’হাত তুলে,
নাচতে যাবো আয় আয় ।
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা…
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন ।
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন ।
রে দাদা… রে দিদি… রে দাদু
Bishorjon Song Lyrics (বিসর্জন) in English
Ke amay daak dili re ghumer ghore,
Dhaker oi baddi baje golir morey.
Toke aaj lagchhe bhalo bishesh kore.
Aye chole aye duhaat tule,
Nachte jabo aye aye.
Thakur thakbe thakbe kotokkhon.
Thakur jabe jabe jabe bishorjon.
Re dada…
Thakur thakbe thakbe kotokkhon.
Thakur jabe jabe jabe bishorjon.
Re dada… Re didi… Re dadau
Also Read: Khoma Koro Ami Bhalo Nei Lyrics|ক্ষমা করো আমি ভালো নেই
Also Read: Kagojer Bari Lyrics : কাগজের বাড়ি লিরিক্স