Boddho Prachir Lyrics (বদ্ধ প্রাচীর) is a recently released Bangladeshi song sung by Nancy, a singer from Bangladesh. Lyric of this melodious song is written by Samdani and Yazdani. Tune and music by Yazdani. Agniveena is the label of the song. So, let’s enjoy Boddho Prachir Lyrics in Bangla font.
Song Credits
- Song : Boddho Prachir
- Singer : Nancy
- Lyric : Samdani & Yazdani
- Tune & Music : Yazdani
- Album : Shomonnoy
- Language : Bengali
- Label : Agniveena
Boddho Prachir Lyrics in Bengali Font
বদ্ধ ঘরের এই প্রাচীরে আমি
মুক্ত পথের দিকে তাকিয়ে থাকি
তারে দেখি আজ অন্য ছবি
অতীতের পাতায় ছিলো ভুল সবই
নিয়ে যাও আমায় শিকল ছেরে
প্রীতি সাধে সেই পথের ধারে
তুমি ভুলে যেও না সেই স্মৃতি র কথা
আজ আরো সব কি শুনতে আসে
কতদিন দেখিনি সেই সপ্ন সারথি
অশ্রু ভেজা নিশি মায়া র অতীত
কতদিন দেখিনি সেই সপ্ন সারথি
অশ্রু ভেজা নিশি মায়া র অতীত
জানি আসবে তুমি শত বাধা পেরিয়ে
মুক্ত পড়ি নিয়ে নতুন ভুবনে
তুমি ভুলে যেও না সেই স্মৃতির কথা
আজ আরো সপ্নের ভিড়ে আসা
ঝরে পড়া রোদে কথা ভাবনা
ভুলে যাওয়া বাসনা আর লালনা
ঝরে পড়া রোদে কথা ভাবনা
ভুলে যাওয়া বাসনা আর লালনা
জানি আসবে তুমি শত বাধা পেরিয়ে
মুক্ত পড়ি নিয়ে নতুন ভুবনে
তুমি ভুলে যেও না সেই স্মৃতির কথা
আজ আরো সপ্নের ভিড়ে আসা
বদ্ধ ঘরের এই প্রাচীরে আমি
মুক্ত পথের দিকে তাকিয়ে থাকি
তারে দেখি আজ অন্য ছবি
অতীতের পাতায় ছিলো ভুল সবই
নিয়ে যাও আমায় শিকল ছেরে
প্রীতি সাধে সেই পথের ধারে
তুমি ভুলে যেও না সেই স্মৃতি র কথা
আজ আরো সব কি শুনতে আসে
Boddho Prachir Lyrics (বদ্ধ প্রাচীর) English by Nancy
Boddho Ghorer er prachire ami
Mukto Pother dike takiye thaki
Tare dekhi aj onno chobi
Otititer Patay chilo vul sobi
Niye Jao amay sikol chere
Priti sadhe sei pother dhare
Tumi vule jeo na sei sritir kotha
Aj aro sob ki sunte ase
Kotodin dekhini sei sopno sarothi
Osru veja nishi mayar otit
New Bangladeshi Song Lyrics
- Sesh Dekha Lyrics by Arman Alif.
- Kolijar Pakhi Lyrics by Masum and Jhonny.
- Tumi amar Janer Jaan Lyrics by Saiful Khan.