Bokhate Lyrics (আঁচল দিয়া ঢাইকা রাইখো) is a Bangladeshi song. The singer of it is Ankur Mahamud. It is from Charpoka Band, a quite popular musical band in Bangladesh. Lyrics by Rafej Hossain Habibullah (Bajhe Pakhi). Singer is Imran Hossen Emu. Enjoy Bokhate Lyrics in Bengali font from Eagle Music.

Song Credits

  • Song: Bokhate (বখাটে)
  • Singer: Imran Hossen Emu
  • Lyrics: Rafej Hossain Habibullah (Bajhe Pakhi)
  • Tune: Rafej Hossain Habibullah & Ankur Mahamud
  • Guitar: Shihab Rayhan
  • Music: Ankur Mahamud
  • Band: Charpoka ( ছারপোকা ব্যান্ড )

Bokhate Lyrics in Bangla Font

আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার

জল ভরা চোখে কান্না

আজও হাসে চোখে আমার

আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার

জল পড়া চোখে কান্না

আজও হাসে চোখে আমার

শূন্য আকাশে ওরে তোমার কালো চুল

ঠিক তখনই বলেছিলি ভালোবাসি তোমায়

এখন রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

এখন রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে

সব কিছু আজ ভেঙে গেলো কাল বৈশাখী ঝড়ে

কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে

সব কিছু আজ ভেঙে গেলো কাল বৈশাখী ঝড়ে

কালো কাজল চোখে আকাশ দেখবো বলে আবার

আজও পথ ছেয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়

এখন রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

দূর থেকে ভালোবেসে যাবো বলবনা কখনও আর

ঘুমের ঘোরে তোমার ছবী ভেসে ওঠে বারবার

দূর থেকে ভালোবেসে যাবো বলবনা কখনও আর

ঘুমের ঘোরে তোমার ছবী ভেসে ওঠে বারবার

লাল নীল শাড়ি পরে জ্বলে ওঠো বারান্দায়

দেখ চেয়ে দাড়িয়ে ভালো বাসি তোমায়

এখন রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

রাঙা ঠোঁটে বলে পাগল 

জাওয়না আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া

আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার

জল ভরা চোখে কান্না

আজও হাসে চোখে আমার

Latest Bangladeshi Song Lyrics

Leave a Reply