Bolo kiser Tore Lyrics ( বলো কিসের তরে ) is by Samz Vai. It is a awareness song. Lyrics and tune by Samz Vai. Download Bolo kiser Tore mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • song : Bolo Kiser Tore
  • Singer : Samz Vai
  • Lyrics & Tune : Samz Vai
  • Mix & Master : Samz Vai

Bolo kiser tore ( বলো কিসের তরে ) Lyrics

চার পায়ে হেটে চলবে দেহ,
পিছু ফেলে সব মায়ামোহ

হবে না কেউ আমার সাথী আমার একলা ঘরে
ওরে… কেন এলাম এ ধরাতে?
কি করিলাম সঙ্গে নিতে?
সব হারাইলাম মায়ায় পইড়া
জীবন নেশার ঘোরে
বলো কিসের তরে যাচ্ছি মেতে?
কষ্ট গুলো মাথা পেতে,
করছি লড়াই নিছক আমি…
না চিনিয়া মোরে..
যদি আয়নার আমিই আমার না হয়,
কি হারাবার করিবো ভয়?

মৃত্যুর চেয়ে এতো আপন বলো আর কি হতে পারে…
ওরে মাতাল হইয়া রঙের মেলায়,
একলা কেনো যাওয়ার বেলায়?
ঘরখানা মোর পর করিলাম,
আপন আপন করে
এতো ভালোবাসা আমার,
চিন্তায় বেহুশ হবো কাহার!!
আছো নি কেউ?
যাওয়ার বেলায় হাতটা রাখবা ধরে..

বলো কিসের তরে যাচ্ছি মেতে?
কষ্ট গুলো মাথা পেতে,
করছি লড়াই নিছক আমি…
না চিনিয়া মোরে..
যদি আয়নার আমিই আমার না হয়,
কি হারাবার করিবো ভয়?

মৃত্যুর চেয়ে এতো আপন বলো আর কি হতে পারে…

Leave a Reply