Bou Tumi Sampoo Keno Chao Lyrics is by Neru. It is presented by Eagle Music. Bouer Shampoo lyrics in Bengali is written by Neru imeslef.

Song Credits

  • Song : Bouer Shampoo [ বউ এর শ্যাম্পু ]
  • Singer : Neru
  • Lyrics & Tune : Neru
  • Voice Acting : Agnila Rahman Tanni
  • Music : Yeasin Hossain Neru (Neru)
  • Starring : Aanik & Ishana Adrija

Bou Tumi Sampoo Keno Chao Lyrics

বউ তুমি শ্যাম্পু কেনো চাও
আবার মেকাপ-ও লাগাও
কিছু কিনতে মিস করলে
কেন নাশকতা ছড়াও

ও আমার শিল্পপ্রেমী বউ
অল্প কথায় রেগে যাও
এই অবলা জামাইটারে
কেন এতোটা জ্বালাও

বাবু, আমি বিয়ের পর কিচ্ছু চাইনা, আমাকে
শুধু দু’বেলা দু’মুঠো খাবার আর অনেক গুলো ভালোবাসা দিও

এই কথা গুলো মনে রাখসো
না গিলে খেয়েছো
আবেগে সংসার চলেনা
আমাকে বুঝাইছো

যদি বুঝতাম বিয়ের প্যারা
বিয়ে না করে পালতাম ভেড়া
বউ একটু আদর তো করো

বউ তুমি শ্যাম্পু কেনো চাও
আবার মেকাপ-ও লাগাও
কিছু কিনতে মিস করলে
কেন নাশকতা ছড়াও

ও আমার শিল্প প্রেমী বউ
অল্প কথায় রেগে যাও
এই অবলা জামাইটারে
কেন এতোটা জ্বালাও
যারা বলে বিয়ের লাড্ডু
খেতে ভারি মজা
আদালতে তাদের ডেকে দাও
মিথ্যে বলার সাজা

বিয়ের আগে লাড্ডু মিঠা
বিয়ের পরে লাগে তিতা
তবু বউ না থাকলে জীবনটা বৃথা
বউ তুমি শ্যাম্পু কেনো চাও
আবার মেকাপ-ও লাগাও
কিছু কিনতে মিস করলে
কেন নাশকতা ছড়াও

ও আমার শিল্প-প্রেমী বউ
অল্প কথায় রেগে যাও
এই অবলা জামাইটারে
কেন এতোটা জ্বালাও
আম্মু আব্বুর কথা না শুনে তোমাকে বিয়ে করে
আমি আমার সবচেয়ে বড় ভুল করে ফেলেছি

Leave a Reply