Cancer E Akranto Ami Lyrics is the maiden Song from The Vibration, a New Bangladeshi Band. The song is about a Cancer patient who has lost his beautiful past and now struggling with it. we first want to dedicate this song to our legend and inspiration Bassbaba Sumon from the Aurthohin band and then its a song for all cancer struggling patients. Download Cancer E Akranto Ami mp3 song Lyrics in Bangla and English Font.
Song Info
- Vocal and Lyrics: Rakibul Islam
- Lead Guitar: Wahiduzzaman
- Bass Guiter: Shahiduzzaman
- Drums: MD Shahed
Cancer E Akranto Ami Lyrics in Bangla
জীবনের জয়গান
আমি লিখি কি করে
মরুভূমির
এ জীবন আমার
শেষ হবে কত দিনে
আজ আছে সবই
শুরু থেকেই শেষ
শুধু সময় যেন নেই
পরে আছি দেয়ালে ঘেরা
বদ্ব কেবিনে (২)
আমি আবার ফিরে পেতে চাই
সোনালী সে অতিত
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী
আমি আবার দেখতে চাই
ভালোবাসার সেই ভীড়
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী
জানালার ফাঁকে চেয়ে
মুগ্ধ আমি আকাশের বিশালতায় (২)
জীবন গল্পের বইটা আমার
থমকে কেন শেষ পাতায়
আমি আবার ফিরে পেতে চাই
সোনালী সে অতিত
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী
আমি আবার দেখতে চাই
ভালোবাসার সেই ভীড়
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী
ব্যাককোরিডোরে দাঁড়িয়ে
আমি দেখছি সুস্থ সমাজ
কাঁদছি আমি
হাসছি যেন
কিছুই হয় নি আমার (২)
আমি আবার ফিরে পেতে চাই
সোনালী সে অতিত
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী
আমি আবার দেখতে চাই
ভালোবাসার সেই ভীড়
ক্যান্সারে আক্রান্ত কেন
আমি পড়ে আছি একাকী