I can’t breathe Bangla Lyrics is by GullyBoy Rana and Tabib Mahmud Bangla. It is a Rap Song. I can’t breathe lyrics GullyBoy. I can’t breathe Song by GullyBoy Bangla Lyrics. I can’t breathe Rana and tabib mahmud new bangla mp3 song Bangla Lyrics. download আই কান্ট ব্রেথ bangla lyrics by Tabib Mahmud.
Song Credits
- Song : I can’t breathe
- Artist : Tabib Mahmud & Rana
- Lyrics : Tabib Mahmud
- Music : LMG Beats
- DOP : Raihan Uddin
- Assistant DOP : Hojaifa Muzib
- AD : Ahsan Khandakar
- CFX : Abu Ubayda
- EngLish Subtitle : Kishor Ahmed
আই কান্ট ব্রেথ লিরিক্স রানা এবং তাবিব মাহবুব
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না |
মানুষের মাঝে আজ প্রেম নেই কেনো কেনো
ভরসা ভালোবাসা বিশ্বাস নেই কেনো
দূষিত বাতাসে মৃত নিশ্বাস নেই কেনো
বিষাক্ত নদীগুলো উর্মি হীন দেখো
খাদ্যের মাঝে কেনো ফর্মালিন
আসে নাদিন কেনো অভাবের সূর ছাড়া
সাগরেভেলা ভাসে মুসাফির কূলহারা
জানেনাকেউ আজ মানুষের কী কাজ
নিজেকে মনে করে সাধুবাবা কবিরাজ কালগুনে
ফুটেনা ফুল কেনো চিরচেনা ফাল্গুনে
অক্সিজেন কিনে শ্বাস নিবে কতক্ষণ
শিখে না কেউ কেনো জীবনের ব্যাকরণ
জীবনের প্রয়োজন জীবনের খেলাঘরে
কেনো এতোআয়োজন বিয়োজন শুদ্ধ
ফুস ফুসে ক্যান্সার শ্বাসগুলো রুদ্ধ
মানুষের মাঝে কেনো এত স্নায়ুযুদ্ধ?
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না
ঢাকা থেকে কলকাতা লাহোর কি সিংহল
অভাগা পরিযায়ী শ্রমিকের অঞ্চল
গরীবের সম্বল দাও দাও জ্বলছে
মানুষের হাতে আজ মানুষেরা মরছে
এক দুই তিন তুমি কাল থেকে মাস্টার
যদি কেউ কথা বলে ছুড়ে দিবে ডাস্টার
ভুল করে কেনো তুমি বারবার চুন খাও
চুলকানি পিঠে তুমি পেটে কেনো চুলকাও?
মনেতে সাহসের সঞ্চারী পোহাবে
রাত কবে বলে যাও পাঞ্জেরি
দেখো নাশ্বাস নিতে পারছে না যাত্রীগণ
করেছেনিজবুকে হিংসার বীজ বোপন
ফোড়া উঠে পচে গেছে চারিদিকে হায় হায়
মাঝে মাঝে মনে হয় দম বুঝি যায় যায়
লুকিয়ে থাকি আমি হাত দিয়ে ধরি না
নিঃশ্বাস ছোটো আমি শ্বাস নিতে পারি না
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না
আই কান্ট ব্রেথআমি শ্বাস নিতে পারি না |
I can’t breathe Song Lyrics English
I can’t breathe ami sas nite pari na
I can’t breathe ami sas nite pari na
We can’t breathe amra sas nite pari na
manusher majhe aj prem nei keno
Vorsha valobasha biswas nei kneo
Dushito batashe mrito niswas nei kno?