Chader Hasi Lyrics is a newly released sad melodious song describing about divorce. Singer is Debarchan Tarafdar. Audio Mix and Mastering – Tapas Dhar. The song is starring Digantika Choudhuri, Debarchan Tarafdar. Label of the music song is Folk Studio Bangla. Enjoy the lyrics of Chader Hasi in Bangla Font.

Song Credits

  • Song – Chader Hasi (Vasan)
  • Composition and Lyrics – Debarchan Tarafdar
  • Singer- Debarchan Tarafdar
  • Audio Mix and Mastering – Tapas Dhar
  • Cast- Digantika Choudhuri, Debarchan Tarafdar
  • Cinematography- Deeptanoy Ghosh
  • Story and Screenplay- Debarchan Tarafdar
  • Editing and Direction- Debarchan Tarafdar
  • Label: Folk Studio Bangla

Chader Hasi Lyrics in Bangla Font

চাঁদের হাসির মুখতে কাশি

দিলদরিয়ার বায়না 

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

চাঁদের হাসির মুখতে কাশি

দিলদরিয়ার বায়না 

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

আরে গা ভেসে মোর এলো দেশে

দুঃখ সুখী হাওয়া 

মধ্য রাতে তরী ভাসে 

দেহে আলো ছায়া

আরে গা ভেসে মোর এলো দেশে

দুঃখ সুখী হাওয়া 

মধ্য রাতে তরী ভাসে 

দেহে আলো ছায়া

ও মন বেয়াগী দিলদরিয়ায়

নত আজ নয়ন

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

ও দেনা এখন দুপুরে 

পায়ে ভেজা নূপুরে

প্রেমে পড়া দখীন হাওয়া

সাতপাকে আর সিদুরে 

মনের কোনো অন্তরে

হাসে রোদ আকুল ফোয়ায়

দেনা কোন দুপুরে 

পায়ে ভেজা নূপুরে

প্রেমে পড়া দখীন হাওয়া

সাতপাকে আর সিদুরে 

মনের কোনো অন্তরে

হাসে রোদ আকুল ফোয়ায়

এই তুমি নানান ভাবে

পারি দাও বৃষ্টি ছায়ায়

ভেসেছে  সে এসে কাছে 

গভীরতা না পায়

সেই প্রেমের সাধনে

তোমার আগুনে দরিয়া 

আমায় সুধায়

তবু জলে ভাসি মুচকি হাসি

জিবন আমার সয়া

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

চাঁদের হাসির মুখতে কাশি

দিলদরিয়ার বায়না 

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

তোমার অবসাদের স্রোতে

ভাসান দেওয়া যায়না

তোমার অবসাদের স্রোতে ভাসান দেওয়া যায়না লিরিক্স

Chader Hasi Mukhte Kasi

Dildoriyar Bayna

Tomar obosader srote vasan deoa jayna

Chader Hasi Mukhte Kasi

Dildoriyar Bayna

Tomar obosader srote vasan deoa jayna

Age ga vese mor elo deshe

Dukho Sukhi Haoya

moddho rate tori vase

Dehe alo chaya

Leave a Reply