Chithi Chithi Din Song Lyrics (চিঠি চিঠি দিন) Is Sung by Chandrika Bhattacharya. The track is from Hridpindo Bengali Movie. The film is Starring Arpita Chatterjee, Saheb Chatterjee, Prantik Banerjee And Others. Lyrics of this brilliant song is Written by Tamoghna Chatterjee. Download Chithi Chithi Din mp3 Song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song : Chithi Chithi Din
- Film Name : Hridpindo
- Singer : Chandrika Bhattacharya
- Lyricist : Tamoghna Chatterjee
- Directed by : Shieladitya Moulick
- Label : SVF
Chithi Chithi Din Song Lyrics In Bengali
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
কিছু হাওয়ায়, কিছু ছোঁয়ায়
কোথায় ভেসে যায় ব্যাকরণ,
কিছু কথায়, কিছু ব্যাথায়
ভীষণ মন কেমন,
কোনো গানে, কে গোপনে
কেউ নিজেরই মানে কুড়িয়ে নেয়,
কেন ভীড়ে, বুক চিরে
পিছনে হেঁটে যায়..
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।
মনের কোনো তাকে, পুরোনো আমিটাকে
ডেকেছে আজকে বিকেল,
আজ দরজাতে, বিনা খরচাতে
ইতিহাস পার্সেল..
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমিটা বলি
তুই ছিলি আমারই মতন।
Chithi Chithi Din Song Lyrics English
Chithi chithi din khame bhora raat
Aar kupokath mon
Sei beparay kono fuchkay
Tok jhal roshayon
Ghum pariye rakha
take dakar ekhon ki karon
Sei ami ta boli
Tui chili amari moton