Chora Kata Song Lyrics Is Sung by Arnob. Music Arrangement by Arnob and his other Friends. Chorakata Lyrics In Bengali Written by Rajib Ashraf. Gaanchill Music is the label of the song. Download Cora Kata mp3 song lyrics in Bangla and English font.
Song : Chora Kata
Singer : Shayan Chowdhury Arnob
Lyrics : Rajib Ashraf
Music Arrangement : Arnob and Friends
Video Credit : Little Big Films
Label : Gaanchill Music
Chora Kata Song Lyrics In Bengali
আমি লুকিয়ে থেকে শেষে হারিয়ে যাবো
তুমি সংসারি কাঠ মাঠে জ্বালিয়ে যাবে,
আমি চৌকাঠ গড়ে শেষে পালিয়ে যাবো
তুমি সংসারে চোরাকাঁটা ছাড়িয়ে যাবে।
আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা,
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা।
আমি এদিকে চোখের জল
তুমি ওদিকে আমার প্রিয় নদী,
আমিও তোমার প্রিয় মেঘের ক্ষতি
রোজ পুষিয়ে দিতে চিঠি লিখি।
আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা,
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা।
আমি লুকিয়ে থেকে শেষে হারিয়ে যাবো
তুমি সংসারি কাঠ মাঠে জ্বালিয়ে যাবে,
আমি চৌকাঠ গড়ে শেষে পালিয়ে যাবো
তুমি সংসারে চোরাকাঁটা ছাড়িয়ে যাবে।
আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা,
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা।
Chora Kata Song Lyrics English
Ami lukiye theke sheshe hariye jabo
Tumi songsari kaath mathe jwaliye jabe
Ami choukath gore sheshe paliye jabo
Tumi songsare chorakanta chariye jabe
Ami sohoj e songsare kalboshekhi
Tumi domka haway bhoy chine sohosha
Buke mayar jaal keu poshe ki?
Ei haway dhorte kichu buno bhorosha