The Indubala Bhaater Hotel Hoichoi web series features Chakropani Dev’s rendition of the Dehotori song. The star-studded cast includes Subhashree Ganguly, Pratik Dutta, Debopratim Dasgupta, Angana Roy, Parijat Chaudhuri, Mithu Chakrabarty, Sneha Chatterjee, Rahul Banerjee, Suhotra Mukhopadhyay, Tirthankar Chakraborty, and Debdutta Raha. The musical score for the song was composed by Amit Chatterjee, while the Bengali lyrics were penned by Debaloy Bhattacharya.
Song Credit
- Song : Dehotori
- Web Serie name : Indubala Bhaater Hotel
- Singer : Chakropani Dev
- Composition : Traditional folk and Amit Chatterjee
- Lyrics : Debaloy Bhattacharya
- Music : Amit Chatterjee
- Programming : Shubhro Bhattacharjee
- Director : Debaloy Bhattacharya
- Production : Maansi Entertainment
- Label : SVF Music
Dehotori Song Lyrics In Bengali Font
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ চাঁদেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
জল জমেছে হাজার খামে, নেই সময়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ রাতেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
কেউ কি জানে, কখন কাকে ফিরতে হয়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
দেহতরী লিরিক্স – ইন্দুবালা ভাতের হোটেল
Deho tori dilam chari o guru tomari naame
Ami jodi dube mori kolonko tomar naame
Aaj chandero matha nichu
Nilam kalpurusher pichu
Ghore aar firbe na keu
Kotha dilam kotha dilam
Onek durer aleya bario jotsnamoy
Ador sekhane purono hoy na kono somoy
Ami jaake khuje mori
Se toh amar balir ghori
Jol jomeche hajar khame nei somoy
Ghore aar firbe na keu
Kotha dilam kotha dilam
Aagun jaake sohag kore sei toh bhoy
Mone rakhar almaritao nilam hoy
Harer banshi uthle beje
Juddho seshe sei bideshe
Keu ki jaane kokhon kake firte hoy