Deshe Chole Chorona Keno Mask Porona Lyrics (দেশে চলে করোনা কেনো মাস্ক পরোনা) is a song from Autanu Vines. Nur Nob is the singer as well as lyricist of the song. It is starring One Zero Squad Team. Download Deshe Chole Chorona Keno Mask Porona mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Produced by Autanu Jobayer.
  • Song: deshe chole corona, mask keno poro na (দেশে চলে করোনা, কেনো মাস্ক পরোনা)
  • Lyrics & Singer: Nur Nobi
  • Tune: Abrar Fahim
  • Edit, Color, Story : Autanu Jobayer
  • DoP : MD Yeasin Bhuyan
  • Starring : One Zero Squad Team
  • Label: Autanu Vines
  • Directed by Autanu Jobayer


Deshe Cole Corona (দেশে চলে করোনা) Bengali

বাইরে থেকে যখন বাসাতে আসি
হাত মুখ না ধুয়ে যেই রুমেতে বসি
পাশের রুম থেকে দৌড়ে আসে বাপে
বলে বাঁচবেনা তো পরে রোগ বেধির চাপে

দেশে চলে করোনা
কেনো মাস্ক পরনা
আগে বাসাতে এসে
হাতমুখ ধুইতে পারনা

এইটা সহজ ব্যাপার না
নাপা এক্সট্রা তে যায় না
সবার সেফটি আগে
দেখো ফুইলোনা রাগে

এলাকাতে দেখি বের হয়না কেউ আর
ধুলা বালিতে যা অবস্থা রাস্তার
কোরোনা ছাড়াও রোগের নাই অভাব
তাও পরিষ্কার করার নাই কারো স্বভাব

চারিদিকে ই তো ঝুঁকি
এদেশে কোরোনা আর কি
দূষণ চলে সারাদিন
কি লাভ রাইখা ডাস্টবিন

এই সব ভাইবা লাভ নাই
আগের থেকে থাকি সেফ টাই
যদি লাগে জর সর্দি
হাসপাতালে হবে ভর্তি

যখন কোরোনা নিয়া ট্রোল দেখি ফেসবুকেতে
ভাবি কখন জানি তোরাও চিপাতে
কোরোনা ভাইরাস টা তো কোনো মজার বিষয় না
ভুইলা যাস কেন তোমার থাকস এই দেশেতে

বাসাতে এসে আগে হাওয়া দরকার ফ্রেশ
এমনিতে দূষণে টপ এ বাংলাদেশ
যত সব রোগ এসে পরেছে এই দেশে
একটাও লাগে যদি তাইলে জীবন শেষ

Leave a Reply