Dhonnobad Meye Lyrics (ধন্যবাদ মেয়ে লিরিক্স) is a newly released Bangladeshi song sung by Irfan Sazzad. The label of the song is Rtv Music. Director of the song is Jakiul Islam Ripon. So, enjoy Dhonnobad Meye Lyrics in Bangla Font.
Song Credits
- Music : Dhonnobad Meye (ধন্যবাদ মেয়ে)
- Director : Jakiul Islam Ripon
- Cast : Irfan Sazzad, Prova
Dhonnobad Meye Lyrics in Bengali Font
তুমি আকাশ পথে আঁকা এক আলপনা
তুমি মনের কোনে সরল মায়ার কল্পনা
তুমি আকাশ পথে আঁকা এক আলপনা
তুমি মনের কোনে সরল মায়ার কল্পনা
তুমি বর্ষার উচ্ছাস বৃষ্টি, সে ছন্দের তালে সৃষ্টি।
ধন্যবাদ মেয়ে কাছে আসার এ বেলায়
ধন্যবাদ তোমায় সাত রঙের এ খেলায়
ধন্যবাদ মেয়ে কাছে আসার এ বেলায়
ধন্যবাদ তোমায় সাত রঙের এ খেলায়
তুমি হীনা রাত নামে, ঘোর আঁধার কালো
তুমি হীনা ভোর আসে, ফিকে একটা আলো
তুমি হীনা রাত নামে, ঘোর আঁধার কালো
তুমি হীনা ভোর আসে, ফিকে একটা আলো
ধন্যবাদ মেয়ে কাছে আসার এ বেলায়
ধন্যবাদ তোমায় সাত রঙের এ খেলায়
তুমি ছাড়া সময় টা বড় অদ্ভুত আচরণ
তুমি ছাড়া হিন জরতায় অদ্ভুত বিচরণ
তুমি ছাড়া সময় টা বড় অদ্ভুত আচরণ
তুমি ছাড়া হিন জরতায় অদ্ভুত বিচরণ
ধন্যবাদ মেয়ে কাছে আসার এ বেলায়
ধন্যবাদ তোমায় সাত রঙের এ খেলায়
ধন্যবাদ মেয়ে কাছে আসার এ বেলায়
ধন্যবাদ তোমায় সাত রঙের এ খেলায়
ধন্যবাদ মেয়ে লিরিক্স
Tumi akash pothe aka ek alpona
Tumi moner kone sorol mayar alpona
Tumi Borshar ucchas bristi, se chonder tale sristi
Dhonnobad meye kache asar e belay
Dhonnobad tomay sat rongr e khelay