Doctor o Doctor Kemon Manush Tumi Lyrics (ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি) is performed by Kureghor Band. The tribute song to doctors is sung by K.m Tasreef Siddiqui. The instrument is played by Mohammad Tanjeeb Khan. Download Doctor o Doctor Kemon Manush Tumi Lyrics in Bangla and English font.
Song Credits
- Song: Doctor O Doctor
- Singer: K.m Tasreef Siddiqui
- Instrument: Mohammad Tanjeeb Khan
- Label: Kureghor Band
Doctor o Doctor Kemon Manush Tumi Lyrics
ডাক্তার ও ডাক্তার, কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি !
ডাক্তার ও ডাক্তার, কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি !
তোমরা নাকি অস্ত্র ছাড়াই, গিয়েছ যুদ্ধ মাঠে?
পুলিশ, আর্মি, সমাজকর্মি ওরাও তোমার সাথে ।
তোমরা নাকি অস্ত্র ছাড়াই, গিয়েছ যুদ্ধ মাঠে?
পুলিশ, আর্মি, সমাজকর্মি ওরাও তোমার সাথে ।
হাতে হাত তুলে,কাধে কাধ মিলে,যাচ্ছ তোমরা লড়ে,
নিজের স্বার্থ,পরিবার ভুলে, রাত দিন এক করে ৷
স্রষ্টা তোমায়, উপহার দেবে, প্রার্থনা করি আমি ।
স্রষ্টা তোমায়, উপহার দেবে, প্রার্থনা করি আমি ।
ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি ৷
ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি ৷
যে যাই বলুক, নানান লোকের মন্দ কথার ভীরে,
তোমাকেই হাল ধরতে হবে , নিতে হবে তরী তীরে ৷
যে যাই বলুক, নানান লোকের মন্দ কথার ভীরে,
তোমাকেই হাল ধরতে হবে , নিতে হবে তরী তীরে ৷
মরণ ব্যাধিও হার মানবে তোমার ত্যাগের কাছে,
মহাবীর তুমি, মহান রবে মানব জাতির মাঝে ৷
স্রষ্টা তোমায়, উপহার দেবে, প্রার্থনা করি আমি ।
স্রষ্টা তোমায়, উপহার দেবে, প্রার্থনা করি আমি ।
ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি ।
ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি ।
ডাক্তার ও ডাক্তার কেমন মানুষ তুমি?
তোমরা নাকি পণ করেছ, বাচাবে জন্মভূমি ।