Dube Dube Bhalobashi Lyrics (ডুবে ডুবে) is a melodious song from Bangladesh. Lyric has written by Tanjib Sarowar. Sajid Sarkar has given the music. Label of the music is Dhruba Music Station. Enjoy Dube Dube Bhalobashi Lyrics (ডুবে ডুবে) in Bangla and English Font.
Song Credits
- Song -: Dube Dube
- Lyric -: Tanjib Sarowar
- Singer -: Tanjib Sarowar
- Music -: Sajid Sarkar
- Label -: Dhruba Music Station
Dube Dube Bhalobashi Lyrics in Bengali Font
তুমি না ডাকলে আসবো না
কাছে না আসে ভালোবাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
না কি চলে যাওয়ার বাহানা বানাই
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
ইটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গুড়ে দেবে ইচ্ছে হলে
আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে দেব চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশা
শেষ ছবিটা দেখি বারে বারে আর দেখি
আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে দেব চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
Dube Dube Bhalobashi Lyrics in Bengali Font
Tumi na dakle ashbo na
kache na eshe valobashbo na
durotto ki valobasha baray?
naki chole jaoar bahana banay?
durer akash nil theke lal
golpota purono
Dube Dube Valobashi
Tumi na bashleo ami bashi.
Doobe Doob e bhalobashi
Tumi na bashleo ami bashi.
Eta ki chele khela amar ei shwapno niye
Chaile venge debe gure debe icche hole.