Dur Desher Tara Hoila lyrics (দুর দেশের তারা) is a new song sung by Rehman Sakil. Lyrics and tune by Rehman Sakil. Js Sajib is the rapper of the song. Js Sajib/Rahman Sakil is the Mix Master of the song. Download Dur Desher Tara Hoila mp3 song lyrics (দুর দেশের তারা) in Bangla and English Font.

Song Credits

  • Song : Dur Desher Tara Hoila
  • Singer: Rehman Sakil
  • Lyric & Tune: Rehman Sakil
  • Rap: Js Sajib
  • Mix Master: Js Sajib/Rahman Sakil

Dur Desher Tara Hoila Lyrics Bengali

মনে মন ছিল আমার ছিল মনে একটু আলো
চোখে চোখ রেখে তুমি, বেসেছিলি আমায় ভালো
কেন দূরে থাকো, ছেড়ে আমায় মন আমার বুঝে নাও
কোথায় আছো দূরে তুমি, ভালো কেন বাস না
দূর দেশের তারা হইলা রে, ও বন্ধু রে, আমার আকাশ কালো কইরা যে
ও মিথ্যে মায়ায় জড়ায় আমায়, ও বন্ধু রে, হারায় গেলা তুমি কোন দূরে
ছিল স্বপ্ন, ছিল এক ভালোবাসা, যাঁকে নিয়ে আমার জীবনে রঙিন আশা

যাঁকে এক নজর দেখার লাগে সইতাম কত আঘাত
অনেক ছিল ভালোবাসা এটাই অপরাধ
জীবনের নিয়মে ছিন্ন হলো দুটি মন
ভেঙে হলো চুরমার, মনে পোষা সে সব পন
হয়ে যায় এলোমেলো আমার সাজানো জীবন
যার লাগি সব সুখ, সেই তো হইলো পর
কেন যে হইলো এমন, দুই দিকে দুই মন
কেন দুটি মনের অশ্রু ঝরে সারাক্ষন
তুমি কি পারবে ভুলে যেতে আমায় নাকি
আমার স্মৃতি গুলো তোমাকে আজও কাদায়
স্বপ্ন টাও যাচ্ছে নিজের নিয়ম এ,
আটকে রাখা যায়না কেন তারে হাজার বারণে
তার সাথে ভুলে গেলে তুমি হয়ে গেলে পর
ভেঙে দিলে আমার সাজানো ছোট্ট বাসর
দূর দেশের তারা হইলা রে, ও বন্ধু রে, আমার আকাশ কালো কইরা যে
ও মিথ্যে মায়ায় জড়ায় আমায়, ও বন্ধু রে, হারায় গেলা তুমি কোন দূরে
দূর দেশের তারা হইলা রে, ও বন্ধু রে, আমার আকাশ কালো কইরা যে
ও মিথ্যে মায়ায় জড়ায় আমায়, ও বন্ধু রে, হারায় গেলা তুমি কোন দূরে
দূর দেশের তারা হইলা রে, ও বন্ধু রে, আমার আকাশ কালো কইরা যে
ও মিথ্যে মায়ায় জড়ায় আমায়, ও বন্ধু রে, হারায় গেলা তুমি কোন দূরে

Leave a Reply