E Hawar Parapar Song Lyrics Is Sung by Raj Barman And Madhuraa Bhattacharya. The song is taken from Biye Dot Com Bengali Movie. The movie is starring actors like Bonny Sengupta, Koushani Mukherjee, Paayel Sarkar And Joey Debroy. Download mp3 song Lyrics in Bangla and English font.

Song Credits

  • Song : E Hawar Parapar
  • Movie : Biye. Com
  • Singer : Raj Barman & Madhuraa Bhattacharya
  • Music Director : Dabbu
  • Lyrics : Rajiv Dutta
  • Director : Abhijit Guha & Sudeshna Roy
  • Producer : Shyamsundar Dey
  • Production House : GreenTouch Entertainment
  • Label : Amara Muzik Bengali

E Hawar Parapar Song Lyrics In Bengali


কেন মনে জমানো
তোর কথা রাত জাগে গল্প শোনায়,
কেন তোকে এভাবে
চোখে হারাই, হাত বাড়াই, এ দিন গোনায়।

এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার,
মুড়ে রাখ, জুড়ে থাক,
হয়ে আজ একাকার।
এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার ও..

মুখোমুখি কথা বাকি
মন আড়ালে বেখেয়াল,
অভিমানী এই আমি তার এ কি হাল।
আয় রাজি হই ইচ্ছে চড়ুই
উড়ে যাক দূরের পাড়া, বেপাড়ায়।

এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার,
মুড়ে রাখ, জুড়ে থাক,
হয়ে আজ একাকার।
এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার ও..

চুপিসারে রং ধরে
মন জোনাকির দু’ডানায়,
আয় ভিজে যাই, এক হয়ে তাই আঙিনায়।
স্বপ্ন জাহাজ তোর দিকে আজ
যদি কূল কিনারা পায় নে আমায়।

এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার,
মুড়ে রাখ, জুড়ে থাক,
হয়ে আজ একাকার।
এ হওয়ার পারাপার
জানে সব তোর আমার ও..

E Hawar Parapar Lyrics in English


Keno mone jomano
Tor kotha raat jege golpo shonay
Keno toke evabe
Chokhe harai haat barai e din gonay
E hawar parapar jane sob tor amar
Mure rakh jure thak hoye aaj ekakar

e hawar parapara jeane sob tor ar amar.

Leave a Reply