Ego Kome Na song is sung by Mujahid Tufan. Ego Kome Na song lyric written by Mujahid Tufan. music Composed by Ankur Mahamud. This song starring Tarek Tanz, Ishana Adrija. Read your favorite song lyrics. Download Kome na mp3 song Lyrics in Bangla and English font.

Song Credits

Ego Kome Na lyrics :
Title: Ego Kome Na
Singer: Mujahid Tufan
Lyrics & Tune: Mujahid Tufan
Music: Ankur Mahamud
Starring: Tarek Tanz, Ishana Adrija

Ego Kome Na Lyrics in Bengali Font

এক সময় করেছো অনেক অবহেলা
প্রতিদিন কোনো কারণ ছাড়াই,
তুমি করেছো ঝগড়া ।
আসলে সবই ছিলো ছেড়ে যাবার
নানান বাহানা ।
একদিন ব্রেকআপ করে ডেকে

হাসি মুখে চলে গেলা ।
এখন তোমার চ্যাট লিষ্টে আর
আমি থাকি না ।
এক্টিভ থাকি দুজনে
কিন্তু কথা হয় না ।
তোমায় পাগলি নামে হয়তো আর
কেউ ডাকে না ।
সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো
আর তো হয় না ।

ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।
ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।

কতদিন হয়ে গেছে তোমার সাথে
কথা হয় না ।
কতদিন হয়ে গেছে তোমার সাথে
ঝগড়া হয় না ।
ঘুমানোর আগে আদর করে কেউ
গুড নাইট বলে না ।
রোজ সকালে ঘুম আগলে কেউ

গুড মর্নিং ও বলে না ।
যে যার খুশি মতো চলে
কেউ শাসন করে না ।
মায়াবী স্বরে ওগো শুনছো
বলে কেউ ডাকে না ।

ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।
ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।

এক সময় করেছো অনেক অবহেলা
প্রতিদিন কোনো কারণ ছাড়াই,
তুমি করেছো ঝগড়া ।
আসলে সবই ছিলো ছেড়ে যাবার
নানান বাহানা ।
একদিন ব্রেকআপ করে ডেকে
হাসি মুখে চলে গেলা ।
এখন তোমার চ্যাট লিষ্টে আর
আমি থাকি না ।
এক্টিভ থাকি দুজনে
কিন্তু কথা হয় না ।

তোমায় পাগলি নামে হয়তো আর
কেউ ডাকে না ।
সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো
আর তো হয় না ।

ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।
ও মেয়ে ও মেয়ে তুমি আমায় বুঝলে না
এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না ।

Ego Kome Na lyrics in English Font

Akta somoy korecho onek obohela
Protidin kono karon charai tumi korecho jogra
Asole soboi chilo chere jawar nanan bahana
Akdin bercup kore thik hasi mukhe chole gela

Akhon tomar chat liste R Ami thakina
Active thaki dujone kintu kotha hoina
Tomai pagli name hoito R kew dake na
Ai dustu misti jhogra gula rto hoina

O meay , O meye tumi Ami Bujlana
Ato kosto pai tobu tomar ego kome na
O meay , O meye tumi Ami Bujlana
Ato kosto pai tobu tomar ego kome na

Kotodin hoye geche tomar sathe kotha hoina
Kotodin hoye geche tomar sathe jogra hoina
Gumanor Age Kew Ador kore good night bolena
Roj sokale gum vangle kew good Morning bolena

Je Jar khusimoto chole kew sason korena
Mayabi sure ogo suncho bole kew dake na

Akta somoy korecho onek obohela
Protidin kono karon charai tumi korecho jogra
Asole soboi chilo chere jawar nanan bahana
Akdin bercup kore thik hasi mukhe chole gela

Leave a Reply