Subham Mitra lends his voice to the beautiful Bengali song “Ekfali Chaand,” featuring music composed by Prameya. The recording, mixing, mastering, and programming of the song were skillfully carried out by Deepayan Maitra. The heartfelt lyrics of “Ekfali Chaand” were penned by Prameya and can be found on the Chirkut TV Official platform.
Song Details
Song : Ekfali Chaand
Lyrics and Composition : Prameya
Vocals : Subham Mitra
Guitar and arrangements : Riyam Chakraborty
Animation : Sudip Das
Label : Chirkut TV Official
Ekfali Chaand Song Lyrics In Bengali
তোমার জন্য একফালি চাঁদ
একচালা ঘর তিনতলা ছাদ,
তোমার জন্য একফালি চাঁদ
একচালা ঘর তিনতলা ছাদ,
নদীর চরে ঘুমিয়ে পড়ে
জন্ম খানেক আগের বিষাদ।
আমার চোখের বায়না যত
তোমার মত, তোমার মত,
প্রাচীনকালে খামখেয়ালে
এমন প্রেমিক ঘর পালাত।
নষ্ট ঘরে কষ্ট রাখি বেঁধে
মন বলে রোজ তোমায় বোঝাই সেধে,
এ শোক তোমার না হোক এলোকেশী
গোপন বিষাদ আমার প্রতিবেশী।
বৃথাই মরি এসব কথা
আকাশ পাতাল ভেবে ভেবে,
আমায় কি আর বৃষ্টি হলে
তোমার ছাতায় সঙ্গে নেবে?
ভাববো বসে কাব্য প্রিয়তমা
বর্নমালা তোমার কাছে জমা,
শীতল জ্বরে আরাম জানি মেলে
রৌদ্র হাতে কপাল ছুঁয়ে দিলে।
তোমার ভবঘুরে স্বভাব
আমার বুকে পাটার অভাব,
দক্ষ হাতে বক্ষ পেতে
সাহস করেও চাইনি জবাব।
বৃথাই মরি এসব কথা
আকাশ পাতাল ভেবে ভেবে,
আমায় কি আর বৃষ্টি হলে
তোমার ছাতায় সঙ্গে নেবে?
একফালি চাঁদ লিরিক্স – শুভম মিত্র
Tomar jonno ekfali chand
Ekchala ghor tintola chaad
Nodir chore ghumiye pore
jonmo khanek aager bishad
Amar chokher baayna joto
Tomar moto tomar moto
Prachinkale khamkheyale
Emon premik ghor palato
Nosto ghore kosto rakhi bendhe
Mon bole rooj tomay bojhai sedhe
E shok tomar na hok elokeshi
Gopon bishad amar protibeshi
brithai mori esob kotha
Akash patal vebe vebe
Amay ki aar bristi hole
Tomar chatay songge nebe
vabbo bose kabbo priyotoma
bornomala tomar kache joma
Shitol jwore aram jani mele
Roudro haate kopal chuye dile
TOmar voboghure swovab
Amar buke patar ovab
Dokkho haate bokkho pete
Sahos koreo chaini jobab