The song “Ekta Chilo Sonar Konna” is performed by Subir Nandi for the Bangladeshi film “Srabon Megher Din.” The film features Meher Afroz Shaon, Zahid Hasan, Mahfuz Ahmed, and others. The Bengali lyrics of “Ekta Chilo Sonar Konna” are written by Humayun Ahmed. Additionally, there is a female cover version of the song titled “Haat Khali Gola Khali” sung by Autandrila. The music for both versions is composed by Maqsud Jamil Minto.

Song Details

  • Song : Ekta Chilo Sonar Konna
  • Film : Srabon Megher Din (1999)
  • Singer : Subir Nandi
  • Female Cover by : Autandrila
  • Lyrics : Humayun Ahmed
  • Tune & Music : Maqsud Jamil Minto
  • Label : Sangeeta Music

একটা ছিল সোনার কন্যা লিরিক্স – সুবীর নন্দী

Ekta chilo sonar konna megh boron kesh
Bhati anchole chilo sei konnar desh
Dui chokhe taar ahare ki maya
Nodir jole porlo konnar chaya
Tahar kotha boli
Tahar kotha bolte bolte
Nao douraiya choli
Konnar chirol birol chul
Tahar keshe joba phul
Sei phul panite feilya konno korlo bhul
Konna bhul koris na
O konna bhul koris na
Ami bhul kora konnar loge kotha bolbo na
Ekta chilo sonar konya megh boron kesh
Bhati anchole chilo sei konnar desh
Haat khali gola khali konnar nake nakphul
Sei phul panite feilya konna korlo bhul
Konna bhul koris na
O konna bhul koris na
Ami bhul kora konnar loge kotha bolbo na
Ekta chilo shonar konna megh boron kesh
Bhati anchole chilo sei konnar desh
Ekhon nijer kotha boli
Nijer kotha bolte bolte nao douraiya choli

Ekta Chilo Sonar Konna Song Lyrics In Bengali

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ,
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া।

তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।।

কন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল,
কন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল,
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল –
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না।

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ,
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া।।

হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল,
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল,
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল –
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না।

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ,
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া।

কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবো না।

এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।

সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে,
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে।
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে,
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে।
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে।।

Leave a Reply