“Emon Ekta Manush” is a melodious creation brought to life by the talented Tanzil Misbah, who not only lends his soulful voice to this enchanting song but also penned its heartfelt lyrics and composed its captivating tune. The music, expertly crafted by Sahriar Rafat, weaves seamlessly with Tanzil’s vocals, creating a harmonious symphony that resonates with the heart. Shovon Roy’s skillful mixing and mastering further enhance the song’s audio quality, making it a true auditory delight. With Rajib Gosh’s expertise on the guitar and mandolin adding a unique dimension to the composition, “Emon Ekta Manush” is a musical masterpiece that shines under the banner of Burnabee Records.
Song Details
- Song : Emon ekta Manush
- Title : Emon Ekta Manush
- Singer : Tanzil Misbah
- Lyric & Tune : Tanzil Misbah
- Music : Sahriar Rafat
- Mix-Master : Shovon Roy
- Guitar & Mandolin : Rajib gosh
- Label : Burnabee Records

এমন একটা মানুষ পাইলাম নারে লিরিক্স
এমন একটা মানুষ পাইলাম নারে
ও যে কোনদিনও ছাড়বো না আমারে,
আহা এমন একটা বান্ধব পাইলাম নারে
ও যে ভুল করিয়াও ভুলবো না আমারে
এক ছিল আসমানের ঐ তারা
একছিলো আসমানের ঐ তারা
যারে দিতাম পাহারা!
সকাল, বিকেল আর ইশিতে নিশিতে
আমায় দিলে যে ইশারা,
আমি হইতাম পাগল পাড়া
উইড়া ঘুইরা ফিরি অলিতে গলিতে
একছিলো আসমানের ঐ তারা
যারে দিতাম পাহারা!
সকাল, বিকেল আর ইশিতে নিশিতে
আমায় দিলে যে ইশারা,
আমি হইতাম পাগল পাড়া
উইড়া ঘুইরা ফিরি অলিতে গলিতে।
এত আপন মানুষ কেমনে দূরে গেল রে
আমার স্বপ্নগুলা ঐ আকাশে উড়ে রে,
এই দুনিয়ার সবই মিছা মায়ারে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে
যার লাইগা করলাম চুরি
ছিন্ন করে রক্তের ডুরি,
সে আমারে ছাইরা গেল
বসন্তের এই কালে
আমায় প্রেম অনলে পুরাইলো
মনো পরাণ কাইরা নিলো
মনের জ্বালা মনেই থাকুক
কে বুঝে আমারে।
যার লাইগা করলাম চুরি
ছিন্ন করে রক্তের ডুরি,
সে আমারে ছাইরা গেল
বসন্তের এই কালে
আমায় প্রেম অনলে পুরাইলো
মনো পরাণ কাইরা নিলো
মনের জ্বালা মনেই থাকুক
কে বুঝে আমারে
এমন একটা মন পাইলাম নারে
যে মনের পিঞ্জিরাতেই আমি থাকমুরে
আহা এমন একটা বান্ধব পাইলাম নারে
ও যে ভুল করিয়াও ভুলব না আমারে।
এই দুনিয়ার সবই মিছা মায়া রে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে,
এই দুনিয়ার সবই মিছা মায়া রে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে
Emon ekta Manush Lyrics In Bangla
Emon ekta manush pailam nare
Je konodino charbo na amare
Aha emon ekta bandob pailam nare
O je vul koriao vulbona amare
Ek chilo aasmaner oi tara
Ekchilo aasmaner oi tara
jare ditam pahara
Sokal bikal aar nishite nishite
Amay dile je ishara
Ami hoitam pagol para
Uira guira firi ilite golite.