Esho Doshobhuja Durga Puja Song lyrics Is Sung by Raj Barman And Bibaswan Bhadra. The lyrics of the song is brilliantly Written by Prasen. Enjoy the lyrics in Bangla font.

Song Credits

Song : Esho Doshobhuja
Singer : Raj Barman & Bibaswan Bhadra
Music : Raj Barman
Lyrics : Prasen
Female Chorus : Sadhana Barman, Chandni
Biswas, Shreya Sarkar, Trishita Ganguly
Male Chorus : Anirban Das, Soumen Hazra,
Mainak, Raj Barman
Direction : Aditya and Raj Barman
Dop : Aditya paul and souvik

Esho Doshobhuja Song Lyrics In Bengali

শরৎ কাল, ঢাকের তাল
মাঠের কাশ, পুজোর মাস
সবার মন, সারাক্ষন
পাড়ার মোড়, করছে ড্যান্স।

আয়, প্যান্ডেলেতে আয়
লগন বয়ে যায়,
আড্ডা দেবো চল,
মা, বছর খানেক পর
এলো বাপের ঘর, নিয়ে সদলবল।
এসো দশভুজা আমাদের আটচালাতে
ডেকো আমাদেরও
তোমার কাঁসর বাজাতে,
সবাই দারুন রঙ্গীন, তোমারি সাথে
নাচে ধুনুচি রা, জ্বলুক দুহাতে।
এসো দশভুজা আমাদের আটচালাতে।।

প্রেমেরই এই মরশুমেতে
হাতে তো হাত পড়ে যাবে,
লুকোনো ভালোবাসাতে
নতুন রং জড়ো হবে।
আয় কুলফি খাবো আয়,
লগন বয়ে যায়
আড্ডা করি চল,
ও ও.. মা বছর খানেক পর
এলো বাপের ঘর, নিয়ে সদলবল।

এসো দশভুজা আমাদের আটচালাতে
ডেকো আমাদেরও
তোমার কাঁসর বাজাতে,
নাচে ধুনুচি রা, জ্বলুক দুহাতে।।
ভুলে সব মান অভিমান
গাইবো চল খুশির গান,
যেভাবে একসাথে
হাসি ছড়াতে মা দূর্গা চান।

আয় প্যান্ডেলেতে আয়,
লগন বয়ে যায়,
আড্ডা দেবো চল,
মা বছর খানেক পর
এলো বাপের ঘর, নিয়ে সদলবল।
এসো দশভুজা আমাদের আটচালাতে
ডেকো আমাদেরও
তোমার কাঁসর বাজাতে,
সবাই দারুন রঙীন তোমারি সাথে
নাচে ধুনুচি রা, জ্বলুক দুহাতে।
এসো দশভুজা আমাদের আটচালাতে।।

Leave a Reply