Feluda Pherot Song Lyrics is sung by Anupam Roy, Rupam Islam and Rupankar Bagchi. Srijato Bandyopadhyay has created the lyrics of Felu Da Ferot Lyrics in bengali. Download Feluda Pherot mp3 Song Lyrics in Bengali and English Font.
Song: Feluda Pherot
Singers: Anupam Roy, Rupam Islam & Rupankar Bagchi
Lyrics: Srijato Bandyopadhyay
Feluda Pherot Lyrics Bengali
কে কোথায় আছে শত্রু চেনা
ফের শুরু হলো খোঁজ,
যায় যায় সময় তবু ধার কমে না
তার যে অস্ত্র মগজ ।
ফের ছুটে চলা এদেশ ওদেশ
ঠিক খুলে যাবে জট
ফের সময়মত সল্ভ হবে কেস
দুষ্টু লোক স্পিকটি নট ।
জটায়ু জুটে যান তোপসে ঝাঁপায়
আর সাহস বাসা বাঁধে যে,
জমেছে কতশত টান টান অপেক্ষা
এবার রহস্য কে ?
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
পুড়েছে কাঠ-খড় বহু
তবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয় ?
আকাশে মেঘ মেঘ মেঘরা যে
হাসিমুখে বন্ধু সাজে,
এ কেমন দুঃসময়?
হাজারীবাগে যদি বাঘে ধরে
অভিশাপে ভর করে ,
কেইবা জানে কি থেকে কি হয় ।
পারাম পারাম পারা যে
রাম্পা রাম্পা রাম্পারা যে
রাম্পা যেনো ধাপ্পাটা কি দেবে সময় ?
সে যত ধূর্ত লোকই হোক
শানানো আছে চোখ
নেই উপায় পার পেয়ে যাবার।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
Feluda Ferot Lyrics in English
Ke kothai ache sotru chena
Fer suru holo khonj
Jai jai somoy tobu dhar kome na
Tar je ostro mogoj
Fer chute chola edesh odesh
Thik khule jabe jot
Fer somoy moto solve hobe case
Dustu lok speakty not.