Gaja 3 Lyrics (গাঁজা ৩ লিরিক্স) is a new song sung by Jesan Ovi, A Brilliant Singer From Bangladesh. Every Gaja song becomes quite hit in and around Bangladesh. This particulare song is written by Jesan Ovi himself. Stormz Vai is the mixer of the song. Cover Design is done by st Hridoy. Download Gaja 3 mp3 song lyrics in Bangla and English Font.
Click Here to See All Gaja Songs
Song Credits
- song name : Gaja 3 (গাঁজা ৩)
- singer : Jesan Ovi
- lyrics tune : Jesan Ovi
- Mixing: Stromz Vai
- Cover design : St Hridoy
Gaja 3 Lyrics (গাঁজা ৩ লিরিক্স) Bengali
রেল লাইনের পাশে বইসা
ছাদের উপরে বইসা
ধরায়া দে গাঁজা রে
নদীর কিনারে বইসা
দমের আসরে বইসা
ধরায়া দে গাঁজা রে
রেল লাইনের পাশে বইসা
ছাদের উপরে বইসা
ধরায়া দে গাঁজা রে
নদীর কিনারে বইসা
দমের আসরে বইসা
ধরায়া দে গাঁজা রে
ও গাজায় করে বুক শীতল
কলিজাটা আলো রে
অন্তরখানা শুধুই পড়ে
দুদিনেরী দুনিয়াতে
কতদিন আর বাচ্মুরে
যত দিনই থাকি বাইচা
গাঁজা ই ভালোবাসি রে
গাঁজা আমার সঙ্গী হইয়া থাকে
ওহ… গাঁজা আমায় খুব আগলাইয়া রাখে
গাঁজা আমায় অনেক ভালোবাসে
ওহ….গাঁজা আমায় খুব যতনে রাখে
গাঁজা তহ গাঁজা না ভাই
এ অমূল্য রতন
গাঁজা রে না পাড়াইয়া করীয়গো যতন
কোনো নেশা আর পাইবানা
এই গাজারী মতন
আসরেতে নিয়ম ভাঙলে
হইবো সবার পতন
গাঁজা আমার কাছের বন্ধু
আমার প্রাণের প্রীয়
গুরু বলে সিদ্ধি টাইনা
আমায় ডাক টা দিয়ো
একে একে টান মারিলে
গুরুর দেখা মিলে
কত পাগল গাঁজা খাইছে
মাঠে ঘাটে বিলে ।
তারাই এখন জাতির গুরু
ছলে প্রকৌশলে
কত পাগল আন্ধার ঘরে
কাইটা কুইটা গাঁজা ভরে
ভইরা আইনা টাইনা টুইনা
ঝিম ধইরা সে ভং করে
গাঁজার লগে পিরীত বারে
ধরলে তারে লারে চারে
চক্ষু দুইটা চেরাগ বাতি
ফু দিলে সে নিভা যায়রে
আমার একটাই আবেদন
আমি করি নিবেদন
এই দেশেতে গাঁজার গানে
চলবো শুধুই বিনোদন
ও গাজায় করে বুক শীতল
কলিজাটা আলো রে
অন্তরখানা শুধুই পো রে
গাজায় শুধু জানে রে
দুদিনেরি দুনিয়াতে
কত দিন আর বাচমুরে
যত দিন ই থাকি বাইচা
গাযাই ভালোবাসি রে
গাঁজা আমার সঙ্গী হইয়া থাকে
ওহ, গাঁজা আমায় খুব আগলায়া রাখে
গাঁজা আমায় অনেক ভালোবাসে
ওহ… গাঁজা আমায় খুব যতনে রাখে
গাঁজা আমার সঙ্গী হইয়া থাকে
ওহ….গাঁজা আমায় খুব আগ্লায়া রাখে
গাঁজা আমায় অনেক ভালোবাসে
ওহ… গাঁজা আমায় খুব যতনে রাখে