Gaja Lyrics (গাঁজা লিরিক্স) is a Gaja Song sung by Jesan Ovi. Mixing is done by Stormz Vai. This Gaza song is quite popular and has many parts. All the Gaja song lyrics can be enjoyed from here. Download Gaja mp3 song Lyrics (গাঁজা লিরিক্স) in Bangla and English font.

Song Credits

  • song name : gaza
  • singer : Jesan Ovi
  • lyrics tune : Jesan Ovi
  • Mixing: Stromz Vai

Gaja Lyrics (গাঁজা লিরিক্স)

চোখের নিচের কালির কিছুই নিঃশব্দ গালি
চারিদিকে গাজার গন্ধে ভরা একটুতো পাগলামি

নদির ধারের বালি সিগারেটের এক ফালি
আর এক কলি গাঁজা মাই এই দুনিয়ার রাজা

গাজার থেইকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে
ভবের মায়া ছাইড়া দিছি গাঁজা আমি খাই রে

নাম ধরিয়া ডাক দিলে চক্ষু খুইলা চাই রে
চোখটা বুইজা গেলে আমি এই দুনিয়ায় নাই রে

গাঁজা আমি খাই না , গাঁজা আমায় খায় !!
গাজার নওকা ছাইড়া দিলে পাহাড়তলি যায়

গাঁজা আমি খাই না , গাঁজা আমায় খায় !!
গাজার নওকা ছাইড়া দিলে পাহাড়তলি যায়

গাঁজা গাঁজা গাঁজা আইতাই আমার সাজা
এই জগতের বাদশা আমি এই জগতের রাজা

গাঁজা আমার গুরু আমি হইলাম তাহার সিশ্ব
গাঁজা আমায় ছাইড়া দিলে আমি হইয়া জামু নিঃস্ব

এইটা পুরাই প্রাকৃতিক নাই তো কোন ভেজাল
কিছু পাগল গাঁজা খাইয়া শুরু করে প্যাঁচাল

ওরা চিনে গাজার ধোঁয়া গাজার মজা বুঝে না
ভবের গুরুর অভিশাপে ওরা বাচব না

যত বড় বড় পণ্ডিত আর বুদ্ধিজীবীরা
ভাবনা চিন্তার পরেই দিত তারা গাঁজা ধরাইয়া

গাজার উদাহারন দিলাম যাও টি এস সির ময়দান
এই সবকিছুর ই পিছে আমার গুরুর অবদান

চোখের নিচের কালির কিছুই নিঃশব্দ গালি
চারিদিকে গাজার গন্ধে ভরা একটুতো পাগলামি

গাঁজা আমি খাই না , গাঁজা আমায় খায় !!
গাজার নওকা ছাইড়া দিলে পাহাড়তলি যায়

গাঁজা আমি খাই না , গাঁজা আমায় খায় !!
গাজার নওকা ছাইড়া দিলে পাহাড়তলি যায়

কল্কি দিয়া তাইনা আমি বয়রা হইয়া যাই
দাড়াই থাকার সাধ্য নাই রে বসিয়া ঝিমাই

গাজার থেইকা বড় নেশা এই দুনিয়ায় নাই রে
ভবের মায়া ছাইড়া দিছি গাঁজা আমি খাই রে

নাম ধরিয়া ডাক দিলে চক্ষু খুইলা চাই রে
চোখটা বুইজা গেলে আমি এই দুনিয়ায় নাই রে

Leave a Reply