Ghore Bou Baire Corona Lyrics (ঘরে বউ বাইরে করোনা লিরিক্স) is a new funny song sung by Akash Islam. Vocal Music and tune by Akash Islam. Akash Islam & Rahul are the lyricist of the song. Download Ghore Bou Baire Corona mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

Song : Bou er Jontrona
Vocal Music & Tune : Akash Islam
Lyric : Akash Islam & Rahul

Ghore Bou Baire Corona Lyrics

করোনা কালে বৌ কয় আমার পার্লার এ যাইবো
হেই মহামারী তে বায়না ধরে আইস ক্রিম খাইবো
হেই লোকডাউন এ বৌ কয় আমায় শপিং এ যাইবো
হেই মহামারী তে বায়না ধরে আইস ক্রিম খাইবো
জীবনের চেয়ে প্রয়োজন বড়ো না
জীবনের চেয়ে প্রয়োজন বড়ো না
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
চালাকি কইরা বুয়াডারে করছে বিদায়
আমারে দিয়া ঘরের কাজ বেবা করায়
চায়নার মাল কবে যাইবো চায়নায়
কার কাছে কই মনের দুঃখ বেদনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
আছি বেঁচে তেল মেরে কিছু করার নাই
আমি এখন বৌ আর বৌ আমার জামাই
চায়নার মাল কবে যাইবো চায়নায়
কার কাছে কই মনের দুঃখ বেদনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা
ঘরে বৌ বাইরে করোনা
দুই ভাইরাস এ বাড়ায় দিছে পুরুষের যন্ত্রনা

ঘরে বউ বাইরে করোনা লিরিক্স

Korona kale bou koy amar parlour e jaibo
hei mohamari te bayna dhore icecream khaibo
hei lockdown e bou koy amay shopping e jaibo
hei mohamari te bayna dhore icecream khaibo
hei mohamari te bayna dhore icecream khaibo
jiboner cheye proyojon boro na
jiboner cheye proyojon boro na
Dui Virus e baray diche purusher jontrona

Leave a Reply