Ghum Amar Chuti Niyeche Song Is Sung by Samz Vai And Mujahid Tufan. This Song Lyrics In Bengali Written by Mujahid Tufan. Download Ghum Amar Chuti Niyeche Lyrics in Bangla and English font.
Ghum Amar Chuti Niyeche Lyrics Credits
Song : Ghum Amar Chuti Niyeche
Vocal : Samz Vai & Mujahid Tufan
Lyrics & Tune : Mujahid Tufan
Ghum Amar Chuti Niyeche Song Lyrics In Bengali
এই ব্যেস্ত শহরে শত মানুষের ভিড়ে
আমি পাগলের মতো খুঁজে বেড়াই তোমাকে,
দূরে দূরে তাকিয়ে আনমনা হয়ে
আমি তোমাকে খুঁজে পাই নিজের মাঝে।
ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।
কতোই না হতো দুজনের
মধুময় আলাপন,
দুজন দুজনকে নিয়ে
দেখেছি কতো স্বপন।
ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।
মিথ্যে আশা মিথ্যে আবেগ
কেন দেখালে বলো?
দূরে তুমি ভালো থেকো
আমাকে ভুলে যেও।
দে রে না…
ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।
ঘুম আমার ছুটি নিয়েছে লিরিক্স সেমজ ভাই
Ei besto shohore shoto manuser bhire
Ami pagoler moto khuje berai tomake
Dure dure takiye aanmona hoye
Ami tomake khuje pai nijer majhe
Ghum amar chuti niyeche o priyo
Kotoi na hoto dujoner modhumoy alapon
Dujon dujonke niye dekhechi koto shopon
Mitthe asha mitthe abeg keno dekhale bolo
Dure tumi valo theko Amake bhule jeo