Gully Boy Rana Part 2 Lyrics (গাল্লিবয় রানা 2) Is a song Sung by Rana And Tabib Mahmud. Gully Boy Part 2 Song Music Composed by LMG Beats. Ami Rana Amar Sobta Jana Bengali Song Lyrics Written by Mahmud Hasan Tabib. Gully Boy Rana Bengali Lyrics. Rana Rap Song And Rana Hip Hop Video Song Directed by Tabib. Download Gully Boy Rana Part 2 mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song : GullyBoy Rana Part 2
  • Singer : Rana & Tabib
  • Lyrics : Mahmud Hasan Tabib
  • Music : LMG Beats
  • Cinematography : Raihan Uddin
  • Director & Edit : Mahmud Hasan Tabib

Gully Boy Rana Part 2 Lyrics


হেই আমি রানা, গাল্লিবয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়।

রিংটোন, বাজলে ধরবেন ফোন।
1 2 3 go

ক্ষুধার রাজ্যে উঁচু আকাশটা মাটি
পুর্নিমা চাদ যেনো ঝলসানো রুটি,
সুকান্ত বুঝেছিলো আমাদের ব্যাথা
লিখেছিলো কবিতায় ক্ষুধাতুরা কথা।
তিন দিন হয়ে গেলো পেট ভরে খাই নাই
মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই,
এভাবেই বেচে আছি ক্ষুধা নিয়ে পেটে
মাটি কেটে ইট ভেঙে দিন রাত খেটে।

বাবার কাছে মেয়ে করেছিলো আবদার
ঈদে কিনে দিও মোরে কামিজ আর সালোয়ার,
বাবা বলেছিলো দিবে মেয়েটাকে ভুলিয়ে
কেদেছিলো বাবা ঈদে মুখটাকে লুকিয়ে।
আমারতো বাবা যিনি থেকেও যে নেই
সব কথা ভেঙ্গে চুরে বলতে যে নেই,
কার কাছে করব আহ্লাদি আবদার
একা মা কোনো মতে টানছে এ সংসার।

আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?
সুবিধা বঞ্চিত কত শিশু পথে ঘাটে
সব ভুলে একবেলা খাবারের পিছু ছোটে,
শিক্ষা তুমি আজ হয়ে গেছো বিক্রি
ইস্কুলে যায় খোকা শুধু পেতে চাকরি।

শিক্ষা তৈরী করে মানুষকে নীতিবান
তবে কেনো সমাজে ছোট-বড় ব্যবধান,
শিক্ষাটা আজ যেন মাথা কাটা বুনো হাতি
লাখ টাকা টিউশন ফিজ নেবে ভার্সিটি।
ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপায়
টাকা নাই হাঁটো তাই ফুটপাতে খালি পায়,
জীবনটা থেকে যেন সুখী তুমি গেছো চুরি
বেঁচে আছো কোনো মোতে দিয়ে যেন হামাগুড়ি।

আজকের পথ শিশু চেতনায় করে হিসু
পেট যার খালি তাকে নীতি কথা বলা মিছু,
আজ এই পরিণতি এর দায়ী আমরাই
স্বার্থের চর্চায় নিজেদের কামড়াই।
আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

তুমি রানা তোমার সবটা জানা
তোমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে তুমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?
বাকি রানাদের বলো কি হবে কাল?
পেট যার খালি তাকে নীতি কথা বলা মিছু,
কি হবে কাল?
বাকি রানাদের বলো কি হবে কাল?

আমি রানা গাল্লিবয় 2 লিরিক্স


Ami rana GullyBoy
Ami rana Gully Boy
Dhakaiya gully boy
Khudar rajjey uchu akashta mati
Purnima chad jeno jholshano ruti
Sukanto bujhechilo amader betha
Likhechilo kobitay khudatura kotha
Ami rana amar shobta jana
Amar moto ache hajar rana
Ek gaan geye ami aaj viral
Baki ranader bolo ki hobe kal?

Leave a Reply